২৮ এবং ২৯ জুলাই পর পর দু’দিন টি ২০ ম্যাচ খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। ছবি: টুইটার থেকে
ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলা হবে বুধবার। ভারতীয় অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর করোনা ধরা পড়ায় মঙ্গলবারের ম্যাচ বাতিল করে দেওয়া হয়। সেই ম্যাচ বুধবার হবে বলে জানিয়ে দিল ভারতীয় বোর্ড।
২৮ এবং ২৯ জুলাই পর পর দু’দিন টি ২০ ম্যাচ খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। বোর্ডের তরফে জানানো হয়, ‘২৭ জুলাই ভারত বনাম শ্রীলঙ্কা টি ২০ ম্যাচ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেওয়া হয়। বুধবার সেই ম্যাচ খেলা হবে।’
মঙ্গলবার সকালে ক্রুণালের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। দুই দলকেই নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে জানায় সংবাদ সংস্থা এএনআই। তবে এখনও দুই দলের আর কেউই করোনা সংক্রমিত নন। তাই বুধবারেই ম্যাচ খেলা হবে বলে জানিয়েছে বোর্ড। তবে বুধবার ফের করোনা পরীক্ষা করা হবে।
NEWS : Krunal Pandya tests positive.
— BCCI (@BCCI) July 27, 2021
Second Sri Lanka-India T20I postponed to July 28.
The entire contingent is undergoing RT-PCR tests today to ascertain any further outbreak in the squad.#SLvIND
বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রুণালের সঙ্গে আট জন এসেছেন বলে জানা গিয়েছে। তাঁদেরকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে। তবে দলের প্রত্যেকের আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।’ ইতিমিধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবকে ইংল্যান্ডে পাঠানো হবে বলে সোমবার জানিয়েছিল বোর্ড। ক্রুণালের করোনা সংক্রমণের পর সেই পরিকল্পনায় কোনও পরিবর্তন হবে কি না তা এখনও জানায়নি বিসিসিআই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy