সিরিজ জয়ের পর ভারতীয় দল। ছবি টুইটার
শনিবার ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন বিরাট কোহলী এবং রোহিত শর্মা। বল হাতে ভাল খেলেছেন ভুবনেশ্বর কুমার। যে ভাবে মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজাদের মতো প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই জয় এসেছে, তাতে মুগ্ধ ভারতের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা।
জাতীয় দলের হয়ে শনিবারই প্রথম ওপেন করতে নেমেছিলেন কোহলী এবং রোহিত। ৩৪ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রোহিত। অধিনায়ক কোহলি ৮০ রানে অপরাজিত ছিলেন। ভারতের সিরিজ জয়ে অবদান রেখেছেন তরুণ ক্রিকেটাররাও।
জয়ের পর সচিন তেন্ডুলকর টুইট করেছেন, “দুর্দান্ত জয়। প্রতিটি ম্যাচই উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। দুটো দলই দারুণ লড়াই করেছে। সিরিজ জয়ের জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা।”
Absolutely Terrific!
— Sachin Tendulkar (@sachin_rt) March 20, 2021
Every game has been a roller coaster & both the teams fought it out really well.
Well done #TeamIndia 🇮🇳 on the series victory! 👏🏻#INDvENG pic.twitter.com/64q6vP5vit
Take a bow Team India on an impressive series win. And to do that against the full strength England team and after bowling in back to back matches with a wet ball is indeed a fabulous achievement. Great exhibition of skill and will. Keep it up👍👏👏 #INDvENG pic.twitter.com/wl8N4piy2U
— VVS Laxman (@VVSLaxman281) March 20, 2021
Well played team India.. Great series win #ENGvsIND @BCCI @StarSportsIndia
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 20, 2021
Huge effort by the boys! Congratulations Team India @BCCI
— Wriddhiman Saha (@Wriddhipops) March 20, 2021
What a GREAT win Team India😎 You boys put up a great show throughout the series💪 Big congratulations on the series win. Way to go. Jai Hind 🇮🇳 #INDvENG @BhuviOfficial you beauty ❤️✅🙌 @BCCI pic.twitter.com/z8HehwtdoO
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 20, 2021
ভি ভি এস লক্ষ্মণ লিখেছেন, “অসাধারণ সিরিজ জয়ের জন্য মাথা নিচু করে ভারতকে অভিবাদন জানাই। পুরো শক্তির ইংল্যান্ড দলের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচে ভেজা বলে বোলিং করেও যে ভাবে দল জিতল সেটা অসাধারণ কৃতিত্ব। দক্ষতা এবং ইচ্ছাশক্তির দারুণ প্রদর্শন। এ ভাবেই খেলে যাও।”
হরভজন সিংহ লিখেছেন, “দারুণ খেলেছ টিম ইন্ডিয়া। দুরন্ত সিরিজ জয়।” সুরেশ রায়না লিখেছেন, “টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। গোটা সিরিজ জুড়েই ছেলেরা ভাল খেলেছে। সিরিজ জয়ের জন্য অনেক শুভেচ্ছা। আরও অনেক দূর যেতে হবে।”
No Bumrah. No Shami. No Jadeja. No Rohit in the first couple of games. No Problem. Against the Number 1 side in the world. Losing the toss...and winning the game. Twice. Take a bow, Team India 👏😇🙌🥳 #IndvEng
— Aakash Chopra (@cricketaakash) March 20, 2021
An incredible comeback by the boys!!
— Ishant Sharma (@ImIshant) March 20, 2021
Huge effort by #TeamIndia! What a nail biting series! Winning a series from behind is not easy, great belief and courage shown by the boys! 👏
On to the next one: ODIs🙌 #INDvsENG 🇮🇳 @BCCI
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy