Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Inzamam-Ul-Haq

মন খারাপ ইনজামাম উল হকের, কী স্বপ্ন দেখছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক?

অ্যাশেজের থেকেও কোন সিরিজকে এগিয়ে রাখলেন ইনজামাম?

ইনজামাম উল হক

ইনজামাম উল হক ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৮:২৫
Share: Save:

মন খারাপ ইনজামাম উল হকের। তিনি ছটফট করছেন বিরাট কোহলীদের সঙ্গে বাবর আজমদের লড়াই দেখবেন বলে। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক কারণে দুই দেশের ক্রিকেট বন্ধ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক প্রবল ভাবে চাইছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আবার শুরু হোক।

একটি সাক্ষাৎকারে ইনজামাম বলেছেন, ‘‘অ্যাশেজের (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ) থেকেও বেশি মানুষ ভারত-পাকিস্তান ক্রিকেট দেখেন। এই ম্যাচের প্রতিটি মুহূর্ত মানুষ উপভোগ করেন। ক্রিকেটের ভালর জন্য এবং ক্রিকেটারদের ভালর জন্য আবার এশিয়া কাপ এবং ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়া দরকার।’’

ইনজামাম আরও বলেন, ‘‘আমাদের সময় এশিয়া কাপের আলাদা গুরুত্ব ছিল। সব সেরা ক্রিকেটাররা সেখানে খেলত। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে কেউ যত খেলবে, তত তার দক্ষতা বাড়বে। ভারত যদি পাকিস্তানের সঙ্গে খেলে, দুই দেশের ক্রিকেটাররাই নিজেদের উজাড় করে দেবে। কারণ তারা প্রত্যেকে জানে, এই সিরিজের গুরুত্ব, জনপ্রিয়তা কতটা। তাই এই সিরিজ শুরু হওয়াটা খুব দরকার।’’

এই সিরিজে খেলার অভিজ্ঞতা জানিয়ে ইনজি বলেন, ‘‘ওই সিরিজগুলোয় জুনিয়র ক্রিকেটাররা সিনিয়রদের থেকে অনেক কিছু শিখতে পারত। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন, জাভেদ মিয়াঁদাদ, যে-ই হোক না কেন, জুনিয়ররা যেকোনও সময় তাদের কাছে গিয়ে প্রশ্ন করত। আমার তো স্বপ্ন, এই সিরিজ যেন আবার শুরু হয়।’’

অন্য বিষয়গুলি:

India Pakistan Cricket Board Inzamam-Ul-Haq
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE