হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইনজামাম উল হক। —ফাইল চিত্র
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইনজামাম উল হক। টুইট করে এ খবর জানালেন তাঁর প্রাক্তন সতীর্থ তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা। ইনজামামকে বিশ্রাম নেওয়ার উপদেশ দিয়েছেন রামিজ।
সোমবার হৃদরোগে আক্রান্ত হন ইনজামাম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়। বেশ কয়েক দিন ধরের বুকে ব্যথা অনুভব করছিলেন ইনজামাম। সোমবার তাঁর শারীরিক পরীক্ষা করা হলে হৃদরোগের কথা জানা যায়। দেরি করেননি চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়।
রামিজ টুইট করে লেখেন, ‘ভাল থেকে ইনজি। তুমি বাড়ি ফিরে এসেছ, এটা খুব ভাল খবর। বিশ্রাম নাও আর সেরে ওঠো বন্ধু।’
Inzi wishing you well and so good that you are now back at home. Rest and recoup my friend.
— Ramiz Raja (@iramizraja) September 28, 2021
পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট খেলেছেন ইনজামাম। ২৫টি শতরান-সহ তাঁর সংগ্রহ ৮৮৩০ রান। একদিনের ক্রিকেটে ৩৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১১৭৩৯ রান। সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে ১০টি শতরান রয়েছে তাঁর। ২০০৭ সালে অবসর নেন ইনজামাম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy