Advertisement
১৭ জানুয়ারি ২০২৫
Subrata Pal

ভারতীয় ফুটবলের ডিরেক্টর পদে আসছেন সুব্রত পাল

সুনীল ছেত্রী অবসর নিলেও তাঁর জায়গা ভরাট করার মতো কাউকেই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ফিফা র‌্যাঙ্কিংয়েও ক্রমশ পিছিয়ে ভারতের স্থান এখন ১২৬।

সুব্রত পাল।

সুব্রত পাল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:৩২
Share: Save:

বড় দায়িত্বে সুব্রত পাল! ফেডারেশন সূত্রে খবর, ভারতীয় ফুটবলের ডিরেক্টর হতে চলেছেন ‘স্পাইডারম‌্যান’ সুব্রত পাল। শুধু মাত্র সরকারি ঘোষণা হওয়ার অপেক্ষা।

প্রসঙ্গত গত বছর জুনে ভারতীয় দলের দায়িত্ব নিলেও এখনও জয় অধরা কোচ মানোলো মার্কেসের। সুনীল ছেত্রী অবসর নিলেও তাঁর জায়গা ভরাট করার মতো কাউকেই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ফিফা র‌্যাঙ্কিংয়েও ক্রমশ পিছিয়ে ভারতের স্থান এখন ১২৬। তাই সুব্রতর ডিরেক্টর পদে আসা ভারতীয় ফুটবলের জন‌্য যে বড় পদক্ষেপ হতে চলেছে, তা বলাই যায়। এখন সরকারি ঘোষণার দিকে তাকিয়ে বাংলার ফুটবলপ্রেমীরা।

এ দিকে বেতন সমস‌্যা নিয়ে মহমেডান তাঁবুতে কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কোচ আন্দ্রে চের্নিশভ। ফুটবলারদের চার দিনের ছুটি দেওয়া হয়েছে। ফলে ফুটবলারদের বৈঠকে উপস্থিত হওয়ার কথা থাকলেও কেউই ছিলেন না। মহমেডান এবং লগ্নিকারী সংস্থার কর্তাদের দাবি, নভেম্বর পর্যন্ত ফুটবলারদের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের বেতনও কয়েক দিনের মধ‌্যেই দেওয়া হবে।

এই বিষয়ে অন‌্য এক লগ্নিকারী সংস্থার সঙ্গে কোনও কথা হয়নি বলেও জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

India Team Indian Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy