চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মঙ্গলবার মুখোমুখি হয়েছিল মাদ্রিদের দুই ক্লাব রিয়াল এবং আতলেতিকো। ঘরের মাঠে প্রথম পর্বের সাক্ষাতে জয়ী রিয়াল। অন্য দিকে, পিএসভি আইন্দোভেনকে সাত গোল মেরে প্রথম পর্বেই কোয়ার্টার ফাইনাল প্রায় চূড়ান্ত করে ফেলল আর্সেনাল। জিতেছে অ্যাস্টন ভিলাও।
চার মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন রদ্রিগো। প্রথমার্ধেই সমতা ফেরান আতলেতিকোর জুলিয়ান আলভারেজ়। দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে জয়সূচক গোল ব্রাহিম দিয়াজ়ের। ম্যাচের পর দিয়াজ় বলেছেন, “দারুণ একটা ম্যাচ খেললাম। আমার গোলটাও ভাল হয়েছে। দলকে জয় এনে দিয়েছে। তবে এখনও কাজ শেষ হয়নি। দ্বিতীয় পর্বের খেলাতেও নিজেদের সেরাটা দিতে হবে।”
২০১৪ এবং ২০১৬ সালে রিয়ালের কাছে ফাইনালে হেরেছিল আতলেতিকো। মঙ্গলবার তারা রিয়ালের দুই প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াসকে বেশি খেলতে দেয়নি। তবে সেই মঞ্চে নায়ক হয়ে গিয়েছেন দিয়াজ়। আতলেতিকো শেষ দিকে গোল শোধের মরিয়া চেষ্টা করেনি। সম্ভবত ব্যবধান মাত্র এক গোলের ছিল বলেই।
এই ম্যাচে নির্বাসিত ছিলেন জুড বেলিংহ্যাম। ফেদেরিকো ভালভার্দেকে খেলাতে হয়েছে রাইট-ব্যাকে। লা লিগায় রিয়াল বেটিসের কাছে হারের পর একটু চাপে ছিল রিয়াল। তবে মাদ্রিদ ডার্বি জেতায় হাসি ফিরেছে সমর্থকদের মুখে। কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, “দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভাল খেলেছি। পরিশ্রম করেছি।”
আরও পড়ুন:
পিএসভি-র মাঠে আর্সেনাল প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। প্রথম গোলের সুযোগ এসেছিল পিএসভি-র কাছেই। ইসমাইল সাইবারির শট বারে লাগে। এর পর দাপট দেখায় আর্সেনাল। জারিয়েন টিম্বার, এথান নোয়ানেরি এবং মিকেল মেরিনো পর পর গোল করে যান। দ্বিতীয়ার্ধে জোড়া গোল মার্টিন ওডেগার্ডের। এ ছাড়া গোল করেছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং রিকার্ডো কালাফিয়োরি।
ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ড ১-১ ড্র করেছে লিল-এর বিরুদ্ধে। ডর্টমুন্ডের করিম আদেয়েমির গোল শোধ দেন হাকোন আমার। ক্লাব ব্রুজ়ের বিরুদ্ধে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দিয়েছিলেন লিয়ন বেইলি। গোল শোধ করেন ম্যাক্সিম ডে কুইপার। দ্বিতীয়ার্ধে ব্রেন্ডন মেকেলের আত্মঘাতী গোল এবং মার্কো আসেনসিয়োর পেনাল্টিতে জেতে ভিলা।