Advertisement
E-Paper

চনমনে মোহনবাগান, আজ অঘটনের আশায় মহমেডান

বেতন বকেয়া থাকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ফুটবলাররা। ১৭টি ম্যাচের মধ্যে জয় মাত্র দু’টিতে। হার দশ, ড্র পাঁচটি। ১১ পয়েন্ট অর্জন করে সব দলের শেষে মহমেডান।

জুটি: প্রস্তুতিতে মোহনবাগানের জেমি, দিমিত্রি। মহমেডানের ভরসা ফ্লোরেন্ট ও মার্ক (ডান দিকে)।

জুটি: প্রস্তুতিতে মোহনবাগানের জেমি, দিমিত্রি। মহমেডানের ভরসা ফ্লোরেন্ট ও মার্ক (ডান দিকে)। ছবি: সুদীপ্ত ভৌমিক।

শুভজিৎ মজুমদার

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৫
Share
Save

মহমেডান স্পোর্টিংয়ের প্রধান কোচ আন্দ্রে চের্নিশভ রাশিয়া ফিরে গিয়েছেন। বেতন বকেয়া থাকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ফুটবলাররা। ১৭টি ম্যাচের মধ্যে জয় মাত্র দু’টিতে। হার দশ, ড্র পাঁচটি। ১১ পয়েন্ট অর্জন করে সব দলের শেষে মহমেডান।

অশ্বমেধের ঘোড়ার মতো টানা দ্বিতীয়বার আইএসএলে লিগ-শিল্ড জয়ের লক্ষ্যে ছুটছে মোহনবাগান সুপার জায়ান্ট। ১৮ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট অর্জন করে টেবলের শীর্ষ স্থান লিস্টন কোলাসোদের দখলে। জয় ১২, হার দুই, ড্র চার।

দু’টি দলের মধ্যে পার্থক্য এতটাই যে যুবভারতীতে আজ, শনিবারের ডার্বিকে কেন্দ্র করে কার্যত কোনও উত্তাপই নেই। যে কোনও ম্যাচের আগে মোহনবাগান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা চিন্তিত থাকেন রণকৌশল ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায়। অথচ শুক্রবার বিকেলে যুবভারতীতে একই সময়ে পাশাপাশি মাঠে অনুশীলন করছে দুই দল। প্রতিপক্ষকে মেপে নেওয়ার সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না মলিনার মধ্যে। তিনি উপভোগ করছিলেন অভিনব ফিটনেস ট্রেনিং।

মোহনবাগানের ফিটনেস ট্রেনার খবরের কাগজের একটি করে পাতা মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় পেতে দিলেন। ছোট ছোট দলে ভাগ করে ফুটবলারদের নির্দেশ দিলেন তার উপরে একসঙ্গে দাঁড়ানোর। কাগজের বাইরে যাঁর পা পড়বে, তিনি বাদ। এক খণ্ড কাগজের উপরে সকলের পক্ষে একসঙ্গে দাঁড়ানো অসম্ভব। ফুটবলাররা তাই এক পায়ের উপরে ভর করে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। গোলরক্ষক বিশাল কেথ যেমন পা রাখার জায়গা না পেয়ে উঠে পড়লেন মনবীর সিংহের কাঁধে। এই অনুশীলনের মূল লক্ষ্য হল শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি।

অনুশীলনের অভিনব পদ্ধতিতে জেমি ম্যাকলারেন-রা এতটাই উচ্ছ্বসিত ছিলেন, তাঁদের দেখে মনেই হবে না চব্বিশ ঘণ্টা পরেই ডার্বি। মোহনবাগান কোচও কি মনে করেন সমস্যায় জর্জরিত মহমেডানকে সহজেই হারাবেন? যদিও সাংবাদিক বৈঠকে মলিনা বললেন, ‘‘আমি মনে করি না, এই ম্যাচ সহজ হবে। পয়েন্ট টেবলে আমরা শীর্ষ স্থানে রয়েছি। ওরা সবার শেষে। দু’টি দলের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। নানা সমস্যার মধ্যেও শেষ কয়েকটা ম্যাচে মহমেডানের ফুটবলাররা চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। আমাদের হারানোর লক্ষ্যে নিজেদের উজাড় করে দেবে ওরা। এই পরিস্থিতিতে ওদের বিরুদ্ধে খেলা খুবই কঠিন।’’ চোটের কারণে রক্ষণের স্তম্ভ আলবার্তো রদ্রিগেস অনুশীলন না করায় মহমেডানের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। এই কারণেই হয়তো মলিনা বললেন, ‘‘যাঁরা মনে করছেন আমরা সহজেই জিতব, ভুল ভাবছেন। মহমেডান যথেষ্ট ভাল দল।’’

বকেয়া বেতন নিয়ে বাড়তে থাকা ক্ষোভের আগুনকেই অস্ত্র করতে চান মহমেডানের অন্তর্বর্তীকালীন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। সাংবাদিক বৈঠকে বললেন, ‘‘আমরা যখন খেলতাম, তখনও বেশ কয়েকবার বেতন সমস্যায় পড়েছি। আমরা খেলতে চাইতাম না। কিন্তু এখন ফুটবলাররা অনেক বেশি পেশাদার। মাঠে নেমে নিজেদের সেরাটাই দেয়।’’ যোগ করলেন, ‘‘চাহিদা পূরণ না হলে ফুটবলারদের কাছ থেকে একশো শতাংশ পাওয়া কঠিন। সকলেই এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। তা ছাড়া আমাদের তো হারানোর কিছু নেই। তাই মোহনবাগানকে সম্মান করলেও ভয় পাচ্ছি না।’’ জানিয়ে দিলেন, নতুন বিদেশি স্ট্রাইকার মার্ক আন্দ্রে স্কিমারবক-কে খেলাবেন।

মেহরাজের বক্তব্যের প্রতিধ্বনিই শোনা গেল মহমেডান রক্ষণের স্তম্ভ ফ্লোরেন্ট অগিয়েরের মুখে। বললেন, ‘‘শুধু ফুটবলে নয়, সব ক্ষেত্রেই বেতন বকেয়া থাকলে কেউ খুশি হন না। তা সত্ত্বেও এই ম্যাচে নিজেদের উজাড় করে দিতে চাই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Derby Mohammedan SC Mohun Bagan

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}