মহমেডান ফিরল মহমেডানেই। টানা পাঁচটি হারের পরে ওড়িশা এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিলেন কার্লোস ফ্রাঙ্কা-রা। মঙ্গলবার ফের হার। এ বার এফসি গোয়ার কাছে ০-২গোলে বিপর্যস্ত মহমেডান।
গোয়ার আক্রমণের ঝড়ের সামনে ম্যাচের শুরু থেকেই আত্মসমর্পণ করে মহমেডান। তিন মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বরিস সিংহ। ৬ মিনিটে তাঁর পথ অনুসরণ করেন ইকের গুয়ারতসেনা। সুযোগ নষ্ট করেন রওলিন বর্জেসও। মহমেডান প্রথম গোলের সুযোগ পায় ৯ মিনিটে। কিন্তু গোল করতে পারেননি ফ্রাঙ্কা। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোয়াকে এগিয়ে দেন ইকের।
দ্বিতীয়ার্ধেও পরিস্থিতি বদলায়নি। খেলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গোয়া। কিন্তু গোল করতে পারেননি আর্মান্দো সাদিকু। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মহমেডান গোলরক্ষক পদম ছেত্রীর আত্মঘাতী গোলে ২-০ এগিয়ে যায় গোয়া। এই ম্যাচের পরে ২৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানেই রয়েছে গোয়া। সমসংখ্যক ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়ে ১৩ নম্বরেইথাকল মহমেডান।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)