Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
UEFA Champions League

দাপট ম্যান সিটি-পিএসজির, দুরন্ত রিয়াল

গত বারের চ্যাম্পিয়ন সিটি ৩-১ হারিয়েছে ইয়ং বয়েজকে। জোড়া গোল আর্লিং হালান্ডের (৬৭ ও ৮৬ মিনিট) অপর গোলদাতা মানুয়েল আকানজি (৪৮ মিনিট)। অন্য দিকে, পিএসজি ৩-০ হারায় এসি মিলানকে।

An image of Football

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ০৬:২৬
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড। গত বারের চ্যাম্পিয়ন সিটি ৩-১ হারিয়েছে ইয়ং বয়েজকে। জোড়া গোল আর্লিং হালান্ডের (৬৭ ও ৮৬ মিনিট) অপর গোলদাতা মানুয়েল আকানজি (৪৮ মিনিট)।

পিএসজি ৩-০ হারায় এসি মিলানকে। গোল করেন এমবাপে, মুয়ানি ও লি কাং ইন। ডর্টমুন্ড ১-০ হারিয়েছে নিউক্যাসলকে। গোল করেন ফেলিক্স ম্যাচা। একই সঙ্গে সেল্টিকের সঙ্গে ২-২ ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাও ২-১ হারিয়েছে শাখতার দনেস্ককে।

ছুটছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের জয়রথও। মঙ্গলবার স্পোর্টিং ব্রাগাকে ২-১ হারাল রিয়াল। গালাতাসারের বিরুদ্ধে ৩-১ গোলে জিতল বায়ার্ন। জয়ের সরণিতে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে কোপেনহেগেনকে ১-০ হারাল এরিক টেন হ্যাগের দল। আর্সেনাল ২-১ হারাল সেভিয়াকে। ব্রাগার বিরুদ্ধে ১৬ মিনিটে গোল করেন রদ্রিগো। ৬১ মিনিটে ২-০ করেন জুড বেলিংহাম। জয়ের হ্যাটট্রিক করে নয় পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রিয়াল।

‘এ’ গ্রুপের শীর্ষে থাকা বায়ার্নও সহজে হারাল গালাতাসারেকে। আট মিনিটে ১-০ করেন কিংসলে কোমান। ৩০ মিনিটে পেনাল্টি থেকে ইকার্দি ব্যবধান কমান। ৭৩ মিনিটে বায়ার্নকে ২-১ এগিয়ে দেন হ্যারি কেন। ছয় মিনিটের মধ্যে ৩-১ করেন জামাল মুসিয়ালা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কষ্ট করে হারায় কোপেনহেগেনকে। হ্যারি ম্যাগুয়ের ৭২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি বাঁচান ম্যান ইউ গোলরক্ষক আন্দ্রে ওনানা।

অন্য বিষয়গুলি:

UEFA Champions League football PSG AC Milan Manchester City Young Boys
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy