Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Inter Milan

মাঠের বাইরের ঘটনায় চিন্তা মার্তিনেসের ক্লাবের কপালে, বড় ম্যাচের আগে জেলে সমর্থক

ইন্টার মিলান ব্যস্ত এক দুষ্কৃতীর খুন নিয়ে। রবিবার রাতে মোঞ্জার বিরুদ্ধে খেলা রয়েছে ইন্টারের। লিগ শীর্ষ ওঠার সুযোগ রয়েছে লাউতারো মার্তিনেসের দলের কাছে। সেই ম্যাচে হয়তো প্রথম দলের অনেককে খেলানো হবে না।

Lautaro Martinez

লাউতারো মার্তিনেস। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৪
Share: Save:

সামনে একের পর এক বড় ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটি, সেরি এ-তে মিলান ডার্বি। কিন্তু এ সবের মাঝে ইন্টার মিলান ব্যস্ত এক দুষ্কৃতীর খুন নিয়ে। রবিবার রাতে মোঞ্জার বিরুদ্ধে খেলা রয়েছে ইন্টারের। লিগ শীর্ষ ওঠার সুযোগ রয়েছে লাউতারো মার্তিনেসের দলের কাছে। সেই ম্যাচে হয়তো প্রথম দলের অনেককে খেলানো হবে না। কারণ চার দিন পরেই ইন্টার খেলবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। কিন্তু দল আলোচনার কেন্দ্রে ফুটবলের বাইরের ঘটনা নিয়ে।

ইন্টারের অন্যতম সমর্থক আন্দ্রেয়া বেরেত্তা। তিনি অ্যান্তনিয়ো বেলক্কো খুন করেছেন বলে জানা গিয়েছে। মিলানের এক বক্সিং জিমের বাইরে ঘটনাটি ঘটেছে। বেরেত্তার বিরুদ্ধেও অপরাধের ইতিহাস রয়েছে। বেলক্কো জড়িত ছিলেন দ্রাঙ্ঘেতা মাফিয়া দলের সঙ্গে। যে কারণে বেরেত্তার পরিবারের জন্য পুলিশ বিশেষ সুরক্ষার ব্যবস্থা করেছে।

ইন্টার মিলানের সমর্থকদের একটি দল আল্ট্রাস। সেই দলের অন্যতম প্রধান মুখ বেরেত্তা। আল্ট্রাস দলের মধ্যে মাফিয়া যোগ পাওয়া গিয়েছিল। কিছু সমর্থকদের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল। টিকিট নিয়ে নানা ধরনের গণ্ডগোল সৃষ্টি হয়েছিল। ২০২২ সালে ভিত্তরিয়ো বোইচ্চিকে গুলি করে মারা হয়েছিল। তিনি সান সিরোর কার্ভা নর্ড বিভাগের কর্তা ছিলেন। সেই জায়গায় দায়িত্ব নিয়েছিলেন বেরেত্তা। শোনা যায় আল্ট্রাসের কর্তা থাকার সময় বোইচ্চি প্রতি মাসে প্রায় ৭৫ লক্ষ টাকা আয় করতেন। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছিল বলে মনে করেন অনেকে।

মাঠের লড়াইয়ে যদিও ইন্টার মিলান বেশ স্বচ্ছন্দে। সেরি এ-তে ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে তারা। রবিবার জিতলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জুভেন্টাসকে টপকে প্রথম স্থানে চলে আসবে ইন্টার মিলান। সেই লক্ষ্যেই রবিবার মাঞ্জোর বিরুদ্ধে খেলতে নামবেন মার্তিনেসরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Inter Milan Lautaro Martinez Serie A
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE