পেলেকে বিশেষ ভাবে শ্রদ্ধা জানালেন মেসি, নেমার-সহ পিএসজি ফুটবলাররা। ছবি: টুইটার।
পেলেকে শ্রদ্ধা জানালেন লিয়োনেল মেসি, নেমার-সহ প্যারিস সঁ জরমঁ ফুটবলাররা। বুধবার লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিরুদ্ধে খেলা শুরুর আগে মেসি, নেমাররা পড়লেন পেলের ছবি ছাপা বিশেষ টি-শার্ট।
খেলা শুরুর আগে ব্রাজ়িলের হলুদ-সবুজ রঙের ছোঁয়া থাকা পেলের মুখ আঁকা বিশেষ টি-শার্ট পরে গা ঘামান প্যারিস সঁ জরমেঁর ফুটবলাররা। খেলা শুরুর আগে পেলেকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন দু’দলের ফুটবলাররা। গত ডিসেম্বরে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন ব্রাজ়িলকে তিন বার বিশ্বকাপ দেওয়া প্রাক্তন ফুটবলার। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ টি-শার্ট তৈরি করিয়েছিলেন পিএসজি কর্তারা।
অশান্তির আশঙ্কায় পার্ক দ্য প্রাঁসে মেসিকে বিশ্বকাপের ট্রফি নিয়ে আসার অনুমতি দেননি পিএসজি কর্তৃপক্ষ। যদিও বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নামা আগেই দর্শকরা অভিনন্দন জানান মেসিকে। ম্যাচ শুরুর আগে গা ঘামানোর সময় মেসিকে বেশ স্বচ্ছন্দ দেখায়। বিশ্বকাপ জেতার পর প্রথম বার ম্যাচ খেলতে নামা আর্জেন্টিনার অধিনায়ককে দেখা যায় কাতারের মতোই ছন্দে। বুধবার অ্যাঙ্গার্সের বিরুদ্ধে গোলও করেছেন মেসি।
কিলিয়ন এমবাপে ছুটিতে থাকায় পিএসজি কোচ ক্রিস্টোফ গালচিয়ে মেসি এবং নেমার দু’জনকেই বুধবার প্রথম একাদশে রেখেছিলেন। ৭২ মিনিটে দলের হয়ে গোল করেন মেসি। দলের প্রথম গোলের ক্ষেত্রেও মেসির অবদান রয়েছে। লিগ ওয়ানে আটটি গোল হয়ে গেল মেসির তার আগে অ্যাঙ্কার্স গোল করার দু’টি সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত মেসিরা জেতেন ২-০ ব্যবধানে।
Lionel Messi warmup with Paris before the game#PSGSCOpic.twitter.com/rJNIvVAxft
— Mision Champions (@MisionChampions) January 11, 2023
মেসির ছন্দ দেখে খুশি পিএসজি কোচ গালচিয়ে। খেলার পর তিনি বলেছেন, “বিশ্বের সেরা ফুটবলারকে আবার আমরা মাঠে দেখলাম। কোনও সন্দেহ নেই মেসি থাকলে আমাদের দলের খেলা অনেকটা বদলে যায়। এত দিন বিশ্বকাপ জিততে পারেনি।দেশকে বিশ্বকাপ দেওয়ার পর থেকেই মেসি খুব খুশি রয়েছে। শারীরিক ভাবেও দারুণ ফিট। সে জন্যই পুরো ৯০ মিনিট খেলতে পারল ও।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy