রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখলেন জুড বেলিংহাম। লা লিগার ম্যাচে ওসানুসার কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদও। অন্য দিকে, ইপিএলে ম্যাঞ্চেস্টার সিটির জয়ের নায়ক মিশরের ওমর মারমুশ। নিউক্যাসেলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন তিনি। লেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারাল আর্সেনাল।
ম্যাচের ১৫ মিনিটে কিলিয়ন এমবাপের গোলে ওসানুসার বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল রিয়াল। তাও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না কার্লো অ্যান্সেলোত্তির দল। ৩৮ মিনিটে রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন বেলিংহাম। তাতেই রিয়ালের পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। এক জন কমে যাওয়ায় আগ্রাসী ফুটবল থেকে কিছুটা সরে আসে রিয়াল। তবু প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়েন এমবাপেরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ওসানুসা। ৫৬ মিনিটে পেনাল্টি পায় তারা। দলের হয়ে সমতা ফেরান আন্তে বুদিমির। এর পর রিয়ালের ফুটবলারেরা গোল করার অনেক চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের।
এই ম্যাচের পর ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট হল রিয়ালের। ২৩ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদের। ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট বার্সেলোনার। ফলে লা লিগায় শীর্ষস্থান হারাতে পারেন এমবাপেরা।
অন্য দিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে জন্ম হল নতুন তারকার। নিউক্যাসল ইউনাইটেডে বিরুদ্ধে ৪-০ গোলে জিতল ম্যাঞ্চেস্টার সিটি। তাদের হয়ে হ্যাটট্রিক করলেন মিশরের মারমুশ। কিছু দিন আগেই ৫ কোটি ৯০ লাখ পাউন্ড খরচ করে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে সিটিতে এসেছিলেন মারমুশ। শনিবার মাত্র ১৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছেন মিশরীয় স্ট্রাইকার। ১৯, ২৪ এবং ৩৩ মিনিটে গোল করেছেন তিনি। শোনা যাচ্ছে, মরসুম শেষে লিভারপুল ছাড়তে পারেন মহম্মদ সালাহ। তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই ইপিএল পেয়ে গেল আর এক মিশরীয় তারকাকে। সিটির হয়ে চতুর্থ গোলটি ৮৪ মিনিটে জেমস ম্যাকাটির। এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে থাকল ম্যাঞ্চেস্টার সিটি।
আরও পড়ুন:
শনিবার জয় পেল চোট-আঘাতে জর্জরিত আর্সেনাল। লেস্টার সিটিকে ২-০ গোলে হারাল তারা। ম্যাচের ৮১ এবং ৮৭ মিনিটে জোড়া গোল করেন মিকেল মেরিনো। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলল আর্সেনাল। ২৪ ম্যাচ খেলে লিভারপুলের সংগ্রহ ৫৭ পয়েন্ট। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট হল আর্সেনালের।