অনুশীলনে মারিয়ো। ছবি টুইটার
দীর্ঘ দিন ধরে ঘরবন্দি থাকার পর অবশেষে অনুশীলনে নামল এসসি ইস্টবেঙ্গল। সোমবার গোয়ার মাঠে অনুশীলন সারলেন ফুটবলাররা। প্রথম বারের মতো কোচ হিসেবে সেই অনুশীলনে নামলেন মারিয়ো রিভেরা।
কোচ হয়ে আসার পর থেকেই বাধ্যতামূলক নিভৃতবাসে ছিলেন মারিয়ো। নিভৃতবাস কাটলেও একের পর এক করোনা সংক্রমণ হওয়ায় অনুশীলনে নামতে পারেননি তিনি। অবশেষে সোমবার অনুশীলনের অনুমতি মেলে। তারপরেই বলবন্ত, হাওকিপ, জ্যাকিচন্দ্রদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন মারিয়ো।
𝐁𝐀𝐂𝐊 𝐓𝐎 𝐖𝐇𝐄𝐑𝐄 𝐖𝐄 𝐁𝐄𝐋𝐎𝐍𝐆
— SC East Bengal (@sc_eastbengal) January 17, 2022
The boys sweated it out on the training park under the watchful eyes of Mario Rivera as we turn our attention to FC Goa on Wednesday.
#FCGSCEB #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/xTZd04RYNi
আগামী বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার কথা এসসি ইস্টবেঙ্গলের। সব ঠিকঠাক থাকলে এখনও পর্যন্ত সেই ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে যে ভাবে অন্যান্য দলগুলোর মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে, এবং একের পর এক ম্যাচ বাতিল হচ্ছে তাতে শেষ মুহূর্ত পর্যন্ত এই ম্যাচ নিয়ে সংশয় থাকছেই। সোমবারই বাতিল হয়ে গিয়েছে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি-র ম্যাচ। এই নিয়ে পরপর তিন দিন আইএসএল-এর ম্যাচ বাতিল হল। তবে এখনই প্রতিযোগিতা বন্ধ করতে চাইছেন না আয়োজকরা।
১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখনও লিগ তালিকায় সবার শেষে লাল-হলুদ। এখন দেখার, মারিয়ো কোচ হয়ে আসার পর অবস্থার পরিবর্তন হয় কিনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy