প্রত্যাশিত ভাবেই এফসি গোয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো। সোমবার ক্লাবের তরফে সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হল। ফলে তাঁর এটিকে মোহনবাগানের কোচ হওয়া এখন সময়ের অপেক্ষা। সবুজ-মেরুনের তরফ থেকে যে কোনও সময় সরকারি ভাবে ফেরান্দোকে কোচ করার কথা ঘোষণা করে দেওয়া হবে।
ফেরান্দোর চলে যাওয়া নিয়ে রবিবারের মতো সোমবারও ক্ষোভ প্রকাশ করেছে গোয়া। দলের ফুটবল ডিরেক্টর রবি পুষ্কুর বলেছেন, ‘জুয়ানকে হারিয়ে আমরা অত্যন্ত হতাশ। ওর ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত এবং আমরা প্রত্যেকে অবাক হয়েছি। বিশেষত মরসুমের মাঝপথে এই সিদ্ধান্ত নেওয়া একেবারেই যৌক্তিক ছিল না। আমরা আরও বেশি অবাক যে, গতকাল সকাল পর্যন্তও আমরা এ ব্যাপারে অন্ধকারে ছিলাম। হঠাৎই ফেরান্দো রিলিজ ক্লজ চেয়ে বসেন। আমাদের হাতে কোনও বিকল্প ছিল না।’
Club Statement on Juan Ferrando:https://t.co/dvCSF6yP7J#ForcaGoa pic.twitter.com/Anhc181ji9
— FC Goa (@FCGoaOfficial) December 20, 2021
এটিকে মোহনবাগান আগামী মঙ্গলবার খেলতে নামছে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সেই ম্যাচে ডাগআউটে দেখা যেতে পারে ফেরান্দোকেই। যদিও ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারপ্রাপ্ত কোচ ম্যানুয়েল কাসকালানা এবং সহকারী কোচ বাস্তব রায়ের আসার কথা।