সামনে ভিয়েতনাম, কঠিন পরীক্ষা স্তিমাচ, সুনীলদের সামনে। ফাইল ছবি
ফিফা ক্রমতালিকায় অনেকটাই নীচে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচে আটকে গিয়েছে ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার তাদের সামনে শক্তিশালী ভিয়েতনাম, যারা ভারতের থেকে মাত্র কয়েক ধাপ উপরে থাকলেও, ধারে-ভারে অনেকটাই শক্তিশালী।
সিঙ্গাপুর ম্যাচে দলের খেলা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। মঙ্গলবার ভারতের কাজ আরও কঠিন। কোচ ইগর স্তিমাচও সতর্ক। বলেছেন, “শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছি আমরা। তাই আমাদের দৃষ্টিভঙ্গিরও বদল হবে। আরও মনোযোগী হয়ে খেলতে হবে। বার বার জায়গা বদল করে বিপক্ষকে বিভ্রান্ত করতে হবে।”
রক্ষণ শক্তিশালী রাখার দিকে বিশেষ নজর দিচ্ছেন স্তিমাচ। তাঁর মতে, “দূরপাল্লার শটে ওরা বেশ শক্তিশালী এবং সফল। পাশাপাশি, ওদের ক্রসগুলোও মারাত্মক। সেটা প্রতিহত করাই হবে আমাদের প্রধান কাজ। সিঙ্গাপুরের বিরুদ্ধে ওদের ম্যাচ দেখেছি। মনে হয়েছে, খুব শৃঙ্খলাবদ্ধ দল। প্রথম ম্যাচের পর অনেকটা বিশ্রাম পেয়েছে। সেটাও ওদের পক্ষে যেতে চলেছে। তবে আমার দলের ছেলেরাও তরতাজা হয়েই নামবে।”
প্রথম ম্যাচে ভিয়েতনাম ৪-০ হারায় সিঙ্গাপুরকে। তাদের সংগ্রহে রয়েছে তিন পয়েন্ট। ভারতকে যদি হুং থিন প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতায় প্রথম স্থানে থাকতে হয়, তা হলে ভিয়েতনামকে অন্তত পাঁচ গোলের ব্যবধানে হারাতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy