Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Kylian Mbappe

রিয়ালে মাদ্রিদে কত টাকা বেতন পাবেন এমবাপে? জার্সি পরবেন কত নম্বর?

সোমবার রাতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। এক দিন পরে জানা গেল ফ্রান্সের ফুটবলারের বেতন। কত নম্বর জার্সি পরবেন, সেটাও প্রকাশ্যে এসেছে।

football

কিলিয়ান এমবাপে। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ২২:১১
Share: Save:

সোমবার রাতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। এক বাক্যের বার্তায় রিয়াল জানিয়েছিল, পাঁচ মরসুমের জন্য এমবাপে যোগ দিচ্ছেন। এক দিন পরে জানা গেল ফ্রান্সের ফুটবলারের বেতন। কত নম্বর জার্সি পরবেন, সেটাও প্রকাশ্যে এসেছে।

প্যারিস সঁ জরমঁয় থাকাকালীন বছরে ৭.২ কোটি ইউরো বা ৬৫৫ কোটি টাকা বেতন পেতেন এমবাপে। রিয়ালে তাঁর ধারেকাছেও পাবেন না। রিয়ালে প্রতি বছর ১.৫ কোটি ইউরো বা ১৩৬ কোটি টাকা বেতন পাবেন।

তবে আসল বিষয়টি লুকিয়ে রয়েছে অন্যত্র। রিয়ালে সই করার উপহার হিসাবে ১০ কোটি ইউরো বা ৯০৯ কোটি টাকা পাবেন। পাশাপাশি ছবির স্বত্বের ৮০ শতাংশ টাকা পাবেন। মাত্র ২০ শতাংশ পাবে রিয়াল। টাকা কমিয়েই রিয়ালে আসতে রাজি হয়েছেন এমবাপে। তা সত্ত্বেও ক্লাবের সবচেয়ে দামী ফুটবলার হবেন তিনিই।

এ ছাড়া, ফ্রান্সের জাতীয় দল বা পিএসজি-তে ১০ নম্বর জার্সি পরেন এমবাপে। কিন্তু রিয়ালে সেই জার্সি পরেন লুকা মদ্রিচ। তাই নতুন ক্লাবে এমবাপে পরবেন ৯ নম্বর জার্সি। সংবাদমাধ্যমের দাবি, তিনি ১০ নম্বর জার্সি চানইনি। খুশি মনেই ৯ নম্বর জার্সি মেনে নিয়েছেন। আগে এই জার্সি পরতেন করিম বেঞ্জেমা। মদ্রিচ আরও এক বছর ক্লাবে থাকবেন। ফলে অন্তত এক বছর ৯ নম্বর জার্সিতেই খেলতে হবে এমবাপেকে।

এ দিকে, নতুন ক্লাবে যোগ দিয়ে পুরনো ক্লাবের প্রতি বিষোদ্গার করেছেন এমবাপে। বলেছেন, “মরসুমের শুরুতে পিএসজি বলেছিল আমাকে আর কোনও ম্যাচে খেলতে দেওয়া হবে। কোচ লুই এনরিকে আমায় বাঁচান।”

অন্য বিষয়গুলি:

Kylian Mbappe Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy