বিধ্বস্ত: হারের পরে ফ্লিক। পদ থেকেও সরতে হল জার্মানির কোচকে। ছবি: রয়টার্স।
আগামী বছরের ইউরোর আয়োজক তারা। তার আগে জার্মানি ফুটবলে প্রবল সঙ্কট। শনিবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১-৪ গোলে হারের পরে জার্মানি জাতীয় দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল হান্সি ফ্লিক-কে। রবিবার এক বিবৃতিতে সেই খবর জানানো হয়েছে।
জার্মান ফুটবল সংস্থার প্রধান বার্নার্ড নুয়েনডর্ফ বলেছেন, ‘‘ডিরেক্টর রুডি ফোলারের সঙ্গে আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফ্লিক-কে আর জাতীয় দলের দায়িত্ব রাখা হবে না। ইউরোর আগে এমন একটা সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল, কিন্তু ফ্লিক প্রত্যাশা পূরণ করতে পারেননি।’’
পরিসংখ্যান বলছে, ফ্লিক দায়িত্ব নেওয়ার পরে ১৪ ম্যাচে জার্মানি জিতেছে মাত্র চারটি ম্যাচে। শেষ পাঁচ ম্যাচে কোনও জয় ছিল না। জার্মানির বিরুদ্ধে গোল হয়েছে ১৩টি! নুয়েনডর্ফ বলেছেন, ‘‘এই তথ্যই প্রমাণ করছে, কোচ হিসেবে ফ্লিক ব্যর্থ হয়েছেন। ফলে আমাদের পরিবর্তনের পথে হাঁটতেই হল।’’
মঙ্গলবার ইদুনা পার্কে ফ্রেন্ডলি ম্যাচে জার্মানি আবার খেলতে নামবে ফ্রান্সের বিরুদ্ধে। তার আগে রাতারাতি কোচ খারিজের সিদ্ধান্ত কি দলকে আরও সঙ্কটে ফেলে দেবে না? নুয়েনডর্ফ বলেছেন, ‘‘দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করা হবে। ইউরোর আগে জার্মানি ফুটবলকে ছন্দে ফেরানোই মূল লক্ষ্য।’’
জার্মানি দলের অধিনায়ক ইকেই গুন্দোয়ান বলেছেন, ‘‘আমরা মোটেও ভাল খেলতে পারিনি। যত তাড়াতাড়ি সম্ভব, নিজেদের এই ভুলগুলো শুধরে নিতে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy