সুযোগ কাজে লাগাল বার্সেলোনা। আগের দিন রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে বার্সার কাছে সুযোগ ছিল আবার লা লিগার শীর্ষে ওঠার। সেটাই করলেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। রিয়াল সোসাইদাদকে ৪-০ গোলে হারাল বার্সা। অন্য দিকে খারাপ সময় কাটছেই না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এ বার এফএ কাপ থেকে বিদায় নিল তারা। টাইব্রেকারে ফুলহ্যামের কাছে হেরে বিদায় নিতে হল ব্রুনো ফের্নান্দেসদের।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের চাপ ছিল বার্সার। বাধ্য হয়ে কিছুটা গা-জোয়ারি খেলছিল সোসাইদাদ। গতি আটকাতে গিয়ে বার বার ফাউল করছিলেন আরিৎজ় এলুসতোন্দো। ১৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তার পরেই ভেঙে পড়ল সোসাইদাদের রক্ষণ। ২৫ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোল করেন জেরার্ড মার্টিন। চার মিনিট পরে দ্বিতীয় গোল মার্ক কাসাদোর। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় বার্সার তৃতীয় গোল করেন রোনাল্ড আরাউজ়ো। তার চার মিনিট পর দলের শেষ গোল করেন রবার্ট লেয়নডস্কি। গোটা ম্যাচে বলের দখল ছিল বার্সার পায়েই। সোসাইদাদ সারা ক্ষণ গোল বাঁচানোর চেষ্টা করে যায়। তার পরেো হার আটকাতে পারেনি তারা।
এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। সম সংখ্যক ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। প্রত্যেকেরই এখনও ১২টি করে ম্যাচ বাকি। সুতরাং এই ছবিও বদলে যেতে পারে আগামী দিনে।
আরও পড়ুন:
এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন কেলভিন বাসে। দ্বিতীয়ার্ধে ব্রুনোর গোলে সমতা ফেরায় ম্যান ইউ। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা না হওয়ায় টাইব্রেকার হয়। সেখানেই হারে ম্যান ইউ।
টাইব্রেকারে ভিক্টর লিন্ডেলফ ও জোশুয়া জ়ির্কজ়ির শট বাঁচিয়ে দেন ফুলহ্যামের গোলরক্ষক বার্নড লেনো। তার খেসারত দিতে হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। প্রিমিয়ার লিগে খারাপ জায়গায় রয়েছে ম্যান ইউ। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করছে তারা। এ বার এফএ কাপ জেতার স্বপ্নও ভাঙল তাদের।