দীর্ঘ বিমানযাত্রার পরে তুর্কমেনিস্তানের আর্কাদাগে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের। লাল-হলুদ শিবিরের অভিযোগ, হোটেলের বাইরে যাওয়ার অনুমতি নেই কারও। অর্থাৎ, নতুন শহরে কার্যত ‘বন্দি’ জীবন কাটাতে হচ্ছে সকল সদস্যকে।
রবিবার আর্কাদাগের স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ পৌঁছন রাফায়েল মেসিরা। কিন্তু বিকেল পর্যন্ত গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন ছিল তাঁদের। কারণ, মোবাইল ফোনের ইন্টারনেট পরিষেবা চালু হতে বিকেল গড়িয়ে যায়। বলছেন, ‘‘আর্কাদাগের হোটেলের বাইরে যে বিনা অনুমতিতে পা রাখা যাবে না, আমাদের আগে জাননো হয়নি। এখানে পৌঁছনোর পরেই জানতে পারি। আমরা কার্যত বন্দি হয়ে রয়েছি। তার উপরে তীব্র ভাষা সমস্যা। এখানেই শেষ নয়। আমাদের ইচ্ছে অনুযায়ী অনুশীলন করার সুযোগ নেই। ওরা যখন বাস পাঠাবে, তখনই যেতে পারব।’’
শত প্রতিকূলতার মধ্যেও আগামী ১২ মার্চ এফসি আর্কাদাগকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ চারে যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছেন কোচ অস্কার ব্রুসো। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে ঘরের মাঠ যুবভারতীতে ০-১ হেরে প্রবল চাপে ইস্টবেঙ্গল। দ্বিতীয় পর্বের ম্যাচ আর্কাদাগ নিজেদের ঘরের মাঠে খেলবে। তাই শেষ চারে উঠতে হলে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে। ১-০ জিতলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। লড়াই কঠিন হলেও আশা ছাড়ছেন না অস্কার। এই কারণেই আইএসএলের শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশের অধিকাংশ ফুটবলারকেই বিশ্রাম দিয়েছিলেন। তিনি নিজেও শিলং জাননি। বিদেশিদের মধ্যে একমাত্র ক্লেটন সিলভা খেলেছিলেন নর্থ ইস্টের বিরুদ্ধে।
যুবভারতীতে হারের রাতেই অস্কার পরিষ্কার করে দিয়েছিলেন, দ্বিতীয় পর্বের দ্বৈরথে রণকৌশল কী হবে। বলছিলেন, ‘‘বিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে আমাদের আরও ভাল খেলতে হবে। আর্কাদাগ দুই-তিনটে সুযোগ তৈরি করে ও তার সদ্ব্যবহার করেছিল। আমরা প্রচুর চেষ্টা করেও গোল করতে পারিনি।’’ সঙ্গে বলেছিলেন, ‘‘আরও ৯০ মিনিট সময় হাতে রয়েছে। আমাদের লক্ষ্য থাকবে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা। পরিকল্পনা অনুযায়ী যদি খেলতে পারি, আত্মবিশ্বাস ও মনোবল আরও বাড়বে।’’
এ দিকে, আইএসএলে চেন্নাইয়িন এফসি ৫-২ হারিয়েছে জামশেদপুর এফসি-কে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)