ভারতীয় দলের ফুটবল কোচ ইগর স্তিমাচ ক্রোয়েশিয়ার বাসিন্দা। ফুটবল মাঠে শাস্তির মুখে সেই দেশ। মাঠে ফ্যাসিবাদী পোস্টার নিয়ে ঢুকেছিলেন সমর্থকেরা। বুধবার ক্রোয়েশিয়ার ফুটবল সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল উয়েফা।
ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উল্লেখ করা ফ্যাসিবাদী পোস্টার নিয়ে মাঠে ঢুকেছিলেন ক্রোয়েশিয়ার ফুটবল সমর্থকেরা। লাতভিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জেতা ম্যাচে গত শুক্রবার এই ঘটনা ঘটে। এর আগে নেশনস্ লিগের ফাইনালে ক্রোয়েশিয়ার সমর্থকেরা বৈষম্যমূলক আচরণ করেছিলেন। সেটার কারণে উয়েফার নজরে ছিলেন তাঁরা। জুন মাসে নেদারল্যান্ডেসের বিরুদ্ধে খেলার সময় এই কাণ্ড ঘটিয়েছিলেন সে দেশের সমর্থকেরা। সেই ঘটনার শাস্তি হিসাবে পরের ম্যাচে কোনও টিকিট বিক্রি করতে পারেনি ক্রোয়েশিয়া।
এ বারের ঘটনার পর ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে ক্রোয়েশিয়ার পরের ম্যাচ ১২ অক্টোবর। তুরস্কের বিরুদ্ধে সেই ম্যাচে ফাঁকা মাঠে খেলতে হবে ক্রোয়েশিয়াকে। সে দেশের ফুটবল সংস্থা যদিও সমর্থকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আরও পড়ুন:
যোগ্যতা অর্জন পর্বে ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে। এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে তাদের। এ বারের ইউরো কাপ হবে জার্মানিতে। সেখানে ক্রোয়েশিয়া সহজেই যোগ্যতা অর্জন করবে বলে মনে করা হচ্ছে।