Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Champions League 2023

ধাক্কা ম্যান ইউয়ের, দুরন্ত রিয়াল-বায়ার্ন

কোপেনহেগেনের কাছে লজ্জার হার ম্যান ইউ-র শেষ ষোলোর আশায় কার্যত জল ঢেলে দিল। গ্রুপ এ-তে ব্রুনো ফার্নান্দেসরা এখন সর্বশেষ দল। দু’টি ম্যাচ হাতে থাকলেও ম্যান ইউ-র পয়েন্ট মাত্র তিন।

An image of Footballers

বিপর্যয়: লাল কার্ড দেখছেন ব়্যাশফোর্ড। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ০৬:৩০
Share: Save:

ফের বড় ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এ বার চ্যাম্পিয়ন্স লিগে। এফসি কোপেনেহেগেনের মতো ক্লাবের কাছে বিপক্ষের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচ এরিক টেন হ্যাগের দল হেরে গেল ৩-৪ গোলে।

এই একটা ছাড়া সেই অর্থে বুধবার ইউরোপের সেরা প্রতিযোগিতায় কোনও অঘটন নেই। সান্তিয়াগো বের্নাবাউয়ে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে ক্লুব ব্রাহাকে। অ্যালিয়াঞ্জ এরিনায় বায়ার্ন মিউনিখের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন জোড়া গোল করা হ্যারি কেন। তুরস্কের ক্লাব গালাতাসারের বিরুদ্ধে তারা জিতেছে ২-১ গোলে। জিতেছে আর্সেনাল, ইন্টার মিলানও। আর্সেনাল ২-০ হারিয়েছে সেভিয়াকে। ১-০ গোলে ইন্টার মিলান জিতেছে সালজ়বুর্গের বিরুদ্ধে।

কোপেনহেগেনের কাছে লজ্জার হার ম্যান ইউ-র শেষ ষোলোর আশায় কার্যত জল ঢেলে দিল। গ্রুপ এ-তে ব্রুনো ফার্নান্দেসরা এখন সর্বশেষ দল। দু’টি ম্যাচ হাতে থাকলেও ম্যান ইউ-র পয়েন্ট মাত্র তিন। ব্রিটিশ ফুটবলের বিশ্বস্ত সূত্রের অনুমান, ডাচ কোচ টেন হ্যাগের চাকরি যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

এমনিতে খুব খারাপ কিন্তু খেলেনি রেড ডেভিলস। কোপেনহেগেনের প্রাক্তনী রসমাস হয়ল্যান্ড একাই করেন দু’গোল। বলের উপর নিয়ন্ত্রণ বেশির ভাগ সময় তাঁদেরই ছিল। কিন্তু ম্যাচের চরিত্র বেমালুম পাল্টে যায় ৪২ মিনিটে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবের অন্যতম সেরা তারকা মার্কাস র‌্যাশফোর্ড লাল কার্ড দেখায়। একটি বল নিজের নিয়ন্ত্রণে রাখতে তিনি বিপক্ষ ফুটবলার এলিয়াস জেলের্টের পায়ে বুটের স্টাড গেঁথে দেন। এই ঘটনার পরেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করে ড্যানিশ ক্লাব। লাল কার্ডের ঘটনার তিন মিনিটের মধ্যেই ব্যবধান কমিয়ে দেন মহোমেদ এলিনউনইস।

প্রধমার্ধ শেষ হওয়ার মুখে ম্যান ইউ আর একটা বড় ধাক্কা খায় কোপেনহেগেন পেনাল্টি পেলে। এ ক্ষেত্রে বক্সের মধ্যে হাতে বল লাগিয়েছিলেন হ্যারি ম্যাগুয়ের। নিখুঁত প্লেসিংয়ে ২-২ করেন দিয়েগো গনক্লাভেস। ম্যান ইউ আবার এগিয়ে যায় ব্রুনোর পেনাল্টি গোলে। ৬৯ মিনিটে। কিন্তু তাদের তিন পয়েন্টের আশায় জল ঢেলে দেয় কোপেনহেগেন খেলার শেষ দশ মিনিটে দুটি গোল করে। ৮৩ মিনিটে বিপক্ষ রক্ষণের ভুলে ৩-৩ করেন লুকাস লেরাজার। চার মিনিট পরেই ড্যানিশ ক্লাবের ১৭ বছয় বয়সি সুযোগসন্ধানী রুনি বার্দভি-র সৌজন্যে আসে জয়ের গোল।

এ দিকে, ১৪ বারের ইউরোপ সেরা ক্লাব রিয়ালের তিন গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও ব্রাহিম দিয়াজ়। সেভিয়ার বিরুদ্ধে আর্সেনাল জিতেছে বুকায়ো সাকা ও লেনার্দো ক্রোসার্ডের গোলে। হ্যারি কেনের জোড়া গোল ৮০ ও ৮৬ মিনিটে। সংযুক্ত সময় গালাতাসারের সেড্রিক বাকামবু ব্যবধান কমান।

অন্য বিষয়গুলি:

Manchester United football Bruno Fernandes copenhagen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy