১৯ এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পরেই ম্যানেজার কার্লো আনচেলত্তির ভবিষৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বলা হচ্ছিল, রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিরো পেরেজ়-এর সঙ্গে ঝামেলা হয় আনচেলত্তির। কিন্তু সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন রিয়াল ম্যানেজার।
বুধবার আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে ঘরের মাঠে ১-২ গোলে হারে রিয়াল। এর পরেই তাদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায়। কারণ প্রথম পর্বেও রিয়ালকে ৩-০ হারিয়েছিল আর্সেনাল। তবে রবিবার লা লিগায় ইউরোপা লিগের সেমিফাইনালিস্ট অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে নামার আগে আনচেলত্তি বলেছেন, ‘‘আমাদের মত একই রকম। কোনও রকম মতবিরোধ নেই ক্লাবের সঙ্গে। যে বলছে মতবিরোধ আছে, মিথ্যে কথা। প্রেসিডেন্ট আমাদের পাশে আছেন। ম্যাচ জেতার পরে যে রকম থাকেন তার চেয়েও বেশি।’’ তিনি যোগ করেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। রিয়াল মাদ্রিদেরও চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। আমাদের চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের ইতিহাস এই হারের পরে কারও মাথায় নেই বলা হচ্ছে, কিন্তু সেটা ঠিক নয়।’’
তিন বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানেজার সবচেয়ে বেশি আহত হয়েছেন আর্সনালের কাছে হারের পরে যা বলা হচ্ছে তা নিয়ে। ‘‘বাস্তব কথা হল এই দুনিয়ায় সব সময়ই আপনাকে প্রশ্নের মুখে পড়তে হবে। এমন একটা ক্লাব যে গত এক দশকে ৩০টা ট্রফি জিতেছে, তাদের নিয়ে প্রশ্ন তোলার অর্থ আমার কাছে বিভ্রান্তিকর।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি দলের কব ফুটবলারকে ধন্যবাদ দিতে চাই। কারণ ওদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। এটাই করে যেতে চাই। এই ফুটবলাররাই আমাকে সাম্প্রতিক কালে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ এনে দিয়েছে। সব ফুটবলারের সঙ্গে আমার কথা হয়েছে। সবাই একমত যে সামনে আমাদের যে সব ট্রফি জেতার সুযোগ রয়েছে, তার জন্য ঝাঁপাতে হবে।’’
এ দিকে, বলাবলি শুরু হয়েছে যে আনচেলত্তির জায়গায় জাভি আলোন্সোকে দায়িত্ব দেওয়া হতে পারে রিয়াল ম্যানেজারের। এখন তিনি বেয়ার লেভারকুসেনের ম্যানেজারের দায়িত্বে আছেন। তবে এখনই এই বিষয়ে কথা বলতে চান না তিনি। আলোন্সো বলেছেন, ‘‘আমার কোচি জীবনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এখন আলোচনা করার সময় নয়। এখন আমরা মরসুমের খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘কী জল্পনা চলছে। আমি কোথায় দায়িত্ব পেতে পারি তা নিয়ে কোনও কথা বলতে চাই না। আমার কাছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল এই মুহূর্তে সামনে কী রয়েছে সেটা।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)