আন্তোনিয়ো লোপেজ হাবাস। ফাইল চিত্র।
একেবারেই অবাক নন আন্তোনিয়ো লোপেজ হাবাস। এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে এটিকে মোহনবাগান। তিনটি গোলই আসে ২৩ মিনিটের মধ্যে। ডার্বি ম্যাচে এই রকম দাপুটে পারফরম্যান্সের পরেও মোহন কোচ নিরুত্তাপ।
তাঁর কথায় বোঝাই যাচ্ছে, এ রকম ফলই আশা করেছিলেন তিনি। কারণ, তাঁদের পরিকল্পনাই ছিল এই রকম। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘আক্রমণাত্মক ফুটবলেরই প্রস্তুতি নিয়েছিলাম আমরা। শৃঙ্খলা ও মানসিকতার দিক থেকে আমাদের ছেলেরা পরিপূর্ণ ফুটবল খেলেছে। আমাদের পরিকল্পনাই ছিল গোল দেব কিন্তু গোল খাব না।’’
প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয়ার্ধে নিজের দলের খেলার কড়া সমালোচনা করেছিলেন হাবাস। বড় ম্যাচে দলের খেলায় দুর্বলতা খুঁজে পেলেও এ বার আর ছেলেদের বকা-ঝকার মধ্যে যাচ্ছেন না তিনি। বলেন, ‘‘আমাদের ছেলেরা ৪০ মিনিট পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তার পরে একটু গা-ছাড়া ভাব এসে যায়। এর ফলে ওদেরও গোলের সুযোগ এসে যায়। কিন্তু আজ আর ছেলেদের কিছুই বলব না। ওদের পারফরম্যান্সে আমি খুশি।’’
দুই ম্যাচে ছয় পয়েন্ট হল এটিকে মোহনবাগানের। পরের ম্যাচ মুম্বই সিটি এফসি-র সঙ্গে। সেই ম্যাচ নিয়ে এখনই কোনও পরিকল্পনা করেননি হাবাস। বলেন, ‘‘আগে ফুটবলাররা রিকভার করুক। তার পরে বিশ্লেষণ করতে হবে, এই ম্যাচে আমাদের কী কী ভুল হয়েছে। সেগুলো আগে শোধরাতে হবে। তার পরে পরের ম্যাচ নিয়ে ভাবা যাবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy