চোটের কারণে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নেমার। এ বার সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন লিয়োনেল মেসিও। সোমবার আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি যে দল ঘোষণা করেছেন সেখানে নেই মেসির নাম। ফলে শুক্রবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে দেখা যাবে না দুই সেরা তারকাকেই।
আগামী সপ্তাহে ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি কোনও ম্যাচেই খেলতে পারবেন না। আর্জেন্টিনা ফুটবল সংস্থা মেসির না থাকার ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি। তবে ইন্টার মায়ামির হয়ে রবিবার খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মেসি। তার আগে তিনটি ম্যাচে খেলেননি। বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। মাঠে ফিরে আবার চোট পান।
আরও পড়ুন:
মায়ামির কোচ জেভিয়ার মাসচেরানো আগেই মেসির চোটের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, “আমরা চেয়েছিলাম মেসিকে যাতে বেশি পরিশ্রম করতে না হয়। তা হলে ওর চোট পাওয়ার সম্ভাবনা আরও বাড়ত। মেসির শারীরিক অবস্থার ব্যাপারে ভাল বলতে পারবে আর্জেন্টিনার চিকিৎসকেরা। ওরাই মেসিকে দেখছে।”
মেসিই একমাত্র ধাক্কা নয় আর্জেন্টিনার। আগামী দু’টি ম্যাচে খেলতে পারবেন না পাওলা ডিবালা, গঞ্জালো মন্তিয়েল এবং জিয়োভানি লো সেলসোও।