যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে গত ৬ জানুয়ারি তিনি চোট পেয়েছিলেন। তার পর থেকেই মাঠের বাইরে। অবশেষে অনুশীলন শুরু করলেন আনোয়ার আলি।
মঙ্গলবার বিকেলে যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট তখন পঞ্জাব এফসি-ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক তার পাশের মাঠেই দেখা গেল ফিটনেস ট্রেনারকে সঙ্গে নিয়ে দৌড়চ্ছেন আনোয়ার। তার পরে শারীরিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন অনুশীলনও করলেন। চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে সাউল ক্রেসপো-ও। রিহ্যাব শেষ করে তিনিও মঙ্গলবার থেকে আনোয়ারের সঙ্গে নেমে পড়লেন অনুশীলনে।
আগামী শনিবার যুবভারতীতে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে আনোয়ার ও ক্রেসপো কি খেলতে পারবেন? ইস্টবেঙ্গল অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গিয়েছে, কোচ অস্কার ব্রুসো দুই তারকাকে নিয়ে একেবারেই তাড়াহুড়ো করতে চান না। সূত্রের খবর, আনোয়ারের খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে চেন্নাইয়িনের বিরুদ্ধে দলে ফিরতে পারেন ক্রেসপো।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)