তারকা: খুদে ভক্তদের সঙ্গে সুয়ারেস (বাঁ দিকে) ও মেসি। এএফপি
টেবলের অবস্থান বলছে, এক নম্বরে রয়েছে বার্সেলোনা। কিন্তু শনিবার কাতালান ডার্বিতে ১-২ গোলে এগিয়ে থাকার পরেও যে ভাবে জয় মাঠেই ছেড়ে আসতে হল লিয়োনেল মেসিদের, তা দেখার পরে স্বস্তিতে থাকতে পারছেন না ভক্তরা।
ম্যাচের পরে যা নিয়ে বিষণ্ণ বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‘‘ফ্রেঙ্কি দে জং লাল কার্ড দেখা পরেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সত্যি বলতে, এই ফল আমাদের কাছে কাম্য ছিল না।’’
শনিবারই খেতাফের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে জ়িনেদিন জ়িদানের রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪০। সমসংখ্যক ম্যাচ খেলে বার্সারও পয়েন্ট ৪০। গোলপার্থক্যে (বার্সার পক্ষে গোল ৪৯, বিপক্ষে ২৩, রিয়ালের পক্ষে গোল ৩৬, বিপক্ষে গোল ১২) মেসিরা রয়েছেন শীর্ষে। আর সেই তথ্য মোটেই স্বস্তি দিচ্ছে না ভালভার্দেকে। তিনি বলেছেন, ‘‘শুরু থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করার মতো ফুটবল আমার দল খেলতে পারছে না। এটা নিয়ে নতুন ভাবে চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে। সামনে অনেক কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। ফলে যত দ্রুত সম্ভব, এই ঘাটতি পূরণ করতেই হবে।’’
শনিবারের ম্যাচে ২৩ মিনিটে দাভিদ লোপেসের গোলে এগিয়ে যায় এস্পানিয়োল। কিন্তু সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেস (৫০ মিনিট) এবং ইভান রাকিতিচের পরিবর্ত হিসেবে নামা আর্তুরো ভিদালের (৫৯ মিনিট) গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তখন মনে হয়েছিল তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেছে ভালভার্দের দল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে দে জং লাল কার্ড দেখার পরেই বার্সেলোনার ছন্দ নষ্ট হয়ে যায়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান ২৮ বছরের চিনের মিডফিল্ডার উ লেই। যিনি গত বছর সাংহাই এসআইপিজি দল ছেড়ে সই করেন এস্পানিয়োলে। চিন সুপার লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাই শনিবার রাতে বার্সেলোনার জয়ের স্বপ্ন শেষ করে দেন।
আগামী বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা খেলবে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে। তার আগে দলের এই পারফরম্যান্স কতটা আশাব্যঞ্জক? ভালভার্দে বলেছেন, ‘‘আদৌ ভাল নয়। আমাদের শুরুটাই ভাল হচ্ছে না। এই সমস্যা কাটিয়ে উঠতেই হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy