ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেন। মঙ্গলবার টুইটারে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার। ২০১৯ সালেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্টেন। আর এবার সবরকম ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি।
গতবছর ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচে শেষবার দেশের জার্সি পরে নেমেছিলেন স্টেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। এরপরেও বারবার চোটের সমস্যা ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকার এই বোলারকে।
নেটমাধ্যমে স্টেন লেখেন, ‘আমি যে খেলাটা সবচেয়ে বেশি ভালবাসতাম। সেই খেলা থেকে আজ অবসর নিচ্ছি।'
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
দেশের হয়ে ৯৩ টি টেস্ট, ১২৫টি একদিনের ম্যাচ ও ৪৭ টি টি২০ ম্যাচ খেলেছেন স্টেন। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে স্টেনের। ৪৩৯ টি উইকেট পেয়েছেন তিনি। ২০০৪ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন স্টেন।
আইপিএল-এ ৯৫টি ম্যাচ খেলেছেন স্টেন। ৯৭ টি উইকেট নিয়েছেন তিনি।