আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুতেই খেলেন বিরাট কোহলি। সেই একই শহর থেকে এ বার মহিলাদের দলও আইপিএলে খেলবে। ফাইল ছবি
শেষ মুহূর্তে মহিলাদের প্রিমিয়ার লিগে দল কেনার দৌড়ে ঢুকে পড়েছিল তারা। শেষ পর্যন্ত সাফল্য মিলেছে। মহিলাদের আইপিএলে থাকছে বেঙ্গালুরু থেকে দল। আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুতেই খেলেন বিরাট কোহলি। সেই একই শহর থেকে এ বার মহিলাদের দলও আইপিএলে খেলবে। তর সইছে না কোহলির। কখন মহিলা ক্রিকেটারদের জন্য উচ্ছ্বাস করবেন তিনি, সেই অপেক্ষা শুরু করে দিয়েছেন।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাঁচ জয়ী শহরের নাম জানানোর পরেই টুইট করেন কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক লেখেন, “দারুণ খেলেছ আরসিবি! উইমেন্স প্রিমিয়ার লিগে বেঙ্গালুরু থেকে একটা দল খেলবে, এটা ভেবেই আমি উত্তেজিত। লাল-হলুদ জার্সি গায়ে মহিলা ক্রিকেটারদের হয়ে গলা ফাটানোর জন্য অপেক্ষা করতে পারছি না।”
Well played, RCB! So thrilled that my team has won the bid for the Bengaluru Women’s Premier League team. Can’t wait to cheer for our women in Red and Gold. #ItsHerGameToo #PlayBold@RCBTweets pic.twitter.com/fIwSDzL5oK
— Virat Kohli (@imVkohli) January 25, 2023
ছেলেদের মতো মেয়েদের আইপিএল ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আমদাবাদ শহর থেকে। ১২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনল আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দল কিনেছে। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কিনেছে ৯০১ কোটি টাকায়। বেঙ্গালুরু থেকে খেলবে তারা। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল। তারা কিনেছে ৭৫৭ কোটি টাকায়।
জয় শাহ টুইট করে জানান যে, মেয়েদের আইপিএলের নাম উইমেন্স প্রিমিয়ার লিগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব লেখেন, “মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হল। নতুন একটু যাত্রা শুরু হল। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।”
আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের প্রথম আইপিএল। মহিলাদের আইপিএল বাণিজ্যিক ভাবে সফল করতে চেষ্টার ত্রুটি রাখছেন না ক্রিকেট কর্তারা। গত সপ্তাহেই ৯৫১ কোটি টাকার বিনিময় পাঁচ বছরের জন্য (২০২৩ থেকে ২০২৭) প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮। অর্থাৎ, ম্যাচ প্রতি ৭ কোটি ৯ লক্ষ টাকা দাম দিয়েছে তারা। এর ফলে পুরুষদের আইপিএলের পর মহিলাদের আইপিএল বিশ্বের দ্বিতীয় ধনীতম ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে। শুধু মহিলাদের প্রতিযোগিতাগুলির মধ্যেও বিসিসিআইয়ের নতুন এই প্রতিযোগিতা দ্বিতীয় ধনীতম। আগে রয়েছে শুধু আমেরিকার মহিলাদের ন্যাশনাল বাস্কেটবল লিগ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy