ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে খেলেছিলেন মহম্মদ শামি। চতুর্থ ম্যাচে বাদ পড়েছেন তিনি। ভারতীয় দলে তিনটি বদল করা হয়েছে। শামির বদলে জায়গা পেয়েছেন অর্শদীপ সিংহ। বাদ পড়েছেন ধ্রুব জুরেল। তাঁর বদলে ঢুকেছেন রিঙ্কু সিংহ। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের বদলে শিবম দুবেকে নেওয়া হয়েছে।
আগের ম্যাচে অর্শদীপকে বসিয়ে শামিকে খেলানো হয়েছিল। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার ছিল যে সিরিজ়ে ২-০ এগিয়ে থাকায় একটা পরীক্ষা করছেন তাঁরা। কারণ, অর্শদীপ চোট পাননি। দুর্দান্ত ফর্মে রয়েছেন। নতুন বলে নিয়মিত উইকেট নিচ্ছেন। তার পরেও তাঁকে বসানো হয়েছিল। শামি ৩ ওভার বল করে ২৫ রান দিয়েছেন। খারাপ বল না করলেও উইকেট পাননি তিনি। রাজকোটে ম্য়াচ ভারত হারায় কিছুটা চাপ পড়েছে। ফলে পুণেয় কোনও ঝুঁকি নিতে চাইছেন না গৌতম গম্ভীরেরা। তাই শামিকে বসিয়ে অর্শদীপকে আনা হয়েছে।
চোটের কারণে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে রিঙ্কু খেলতে পারেননি। তিনি সুস্থ হলে তাঁর ফেরা নিশ্চিত ছিল। রিঙ্কুর বদলে সুযোগ পাওয়া জুরেল বিশেষ কিছু করতে পারেননি। ফলে সুস্থ হতেই রিঙ্কু দলে ফিরেছেন। রাজকোটে তাঁর অভাব বোধ করেছে ভারত। তিনি থাকলে হয়তো আগের ম্যাচেই সিরিজ় জিতে যেতেন সূর্যকুমার যাদবেরা।
আরও পড়ুন:
আগের দু’টি ম্যাচে বেশি স্পিনার খেলিয়েছে ভারত। বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল ও রবি বিশ্নোইয়ের পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকেও খেলানো হয়েছে। পুণেয় এক জন স্পিনার-অলরাউন্ডারকে বসিয়ে এক জন পেসার-অলরাউন্ডারকে খেলানোর পরিকল্পনা করেছে দল। নীতীশ রেড্ডির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শিবম। তাঁকে এই ম্যাচে সুন্দরের বদলে খেলানো হচ্ছে। শিবমের ব্যাটের হাত সুন্দরের থেকে ভাল। সেই কারণেই প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
ভারতের প্রথম একাদশ— অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, রবি বিশ্নোই, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।