ধবনের সঙ্গে দেখা হল ধবনের। ক্রিকেটার শিখর ধবনের সঙ্গে ছবি দিলেন অভিনেতা বরুণ ধবন। শুধু শিখর নন, ভারতীয় দলের অনেক ক্রিকেটারই ছিলেন। তাঁদের সঙ্গে ছবি দেন বরুণ। শিখর তাঁকে বেশ কিছু ধাঁধা জিজ্ঞেস করেন বলেও জানান ‘যুগ যুগ জিয়ো’-র অভিনেতা। বিমানবন্দরে দেখা হয় তাঁদের।
শিখর এবং ভারতীয় দলের সঙ্গে ছবি নেটমাধ্যমে পোস্ট করেন বরুণ। সেখানে তিনি লেখেন, ‘ভোর চারটের সময় নিজেকে মনে হচ্ছিল ক্যান্ডির দোকানে ছোট বাচ্চা। ভারতীয় দলের সঙ্গে কথা বলতে পেরে আমি দারুণ উত্তেজিত। শিখর ধবন আমাকে বেশ কিছু ধাঁধাও জিজ্ঞেস করেছে।’
At 4 in the morning I was like a boy in a candy shop. Got very excited to meet and chat with our men in blue
— VarunDhawan (@Varun_dvn) August 13, 2022
About their upcoming tour. Also @SDhawan25 asked me a couple of riddlespic.twitter.com/DbknESJB0k
জিম্বাবোয়েতে এক দিনের সিরিজে খেলবেন ধবন। তাঁকে প্রথমে সেই সিরিজে অধিনায়ক ঘোষণা করা হলেও পরে দলে লোকেশ রাহুলকে যোগ করা হয়। সেই সঙ্গে রাহুলকে অধিনায়ক করা হয়। সহ-অধিনায়ক শিখর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে নেতৃত্ব দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত।