টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরানের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ কর্তারা। ছবি: টুইটার।
আয়ারল্যান্ডের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক মেনে নিয়েছেন দল ব্যর্থ। নিকোলাস পুরান আলাদা করে উল্লেখ করেছিলেন ব্যাটিং ব্যর্থতার কথা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের সভাপতি রিকি স্কেরিটও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠতে না পারার জন্য দুষেছেন ব্যাটারদের।
দলের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের শীর্ষ কর্তা। ব্যাটারদের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন স্কেরিট। তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দলের বেহাল পারফরম্যান্সের ময়নাতদন্ত করা হবে। স্কেরিট বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় আমাদের দলের খেলা এবং ফলাফলে আমি অত্যন্ত হতাশ। জানি অনেকেই হতাশ। আমার অভিজ্ঞতাও আলাদা নয়।’’
পুরানদের ব্যর্থতার অন্যতম কারণ হিসাবে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের প্রধান। ক্ষুব্ধ স্কেরিট বলেছেন, ‘‘মন্থর বোলিংয়ের বিরুদ্ধে আমাদের ব্যাটারদের দুর্বলতা পরিস্কার হয়ে গিয়েছে। মনে হচ্ছে ভুল এবং পরিস্থিতি অনুযায়ী শট নির্বাচন করতে না পারার ব্যাপারটা আমাদের ক্রিকেটারদের অভ্যাসে পরিণত হয়েছে।’’ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের ওয়েব সাইটে প্রকাশিত সাক্ষাৎকারে আয়ারল্যান্ডের কাছে পুরানদের ৯ উইকেটে পরাজয়কে শোচনীয় বলে মনে করছেন স্কেরিট।
২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটটি ম্যাচের ছ’টিতেই হেরেছে তারা। কেন এমন দুরবস্থা ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটের? সরাসরি উত্তর এড়িয়ে স্কেরিট বলেছেন, ‘‘সকলকে আশ্বস্ত করছি, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এবং পারফরম্যান্সের প্রতিটি পর্যায়ের ময়নাতদন্ত করব। আমাদের ক্রিকেটের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করা হবে। যে উন্নতি হবে দীর্ঘ স্থায়ী।’’
অনেক ক্রিকেটারই এখন আর ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে খেলতে চান না। তাই সেরা দল গঠনে সমস্যায় পড়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়। এ নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তা বলেছেন, ‘‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় যে কোনও ব্যক্তির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনও প্রতিযোগিতার থেকে ওয়েস্ট ইন্ডিজ় গুরুত্বপূর্ণ। আশা করব আমাদের ক্রিকেটের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সকলেই কিছু না কিছু অবদান রাখবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy