ভারতের কাছে হার মানতে পারছেন না রামিজ রাজা। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পরে ক্রিকেটকেই দোষারোপ করলেন রামিজ় রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, এই ম্যাচ প্রমাণ করে দিল ক্রিকেট কতটা নিষ্ঠুর ও পক্ষপাতদুষ্ট।
ভারত-পাক ম্যাচের পরে টুইট করে রামিজ় বলেছেন, ‘‘ক্রিকেটে হার-জিত রয়েছে। কিন্তু আমরা সবাই জানি ক্রিকেট কতটা নিষ্ঠুর ও পক্ষপাতদুষ্ট হতে পারে। ব্যাটে-বলে পাকিস্তানের এর থেকে বেশি কিছু করার ছিল না। দলের চেষ্টায় আমি গর্বিত।’’
A classic! You win some you lose some and as we all know this game can be cruel and unfair .#TeamPakistan couldn’t have given more with bat and ball. Very proud of the effort!
— Ramiz Raja (@iramizraja) October 23, 2022
ভারতের ইনিংসের শেষ ওভারে মহম্মদ নওয়াজ়ের বলে আম্পায়ারের নো ডাকা ঘিরে বিতর্ক বেড়েই চলেছে। শোয়েব আখতার, ওয়াসিম আক্রম, ওয়াকার উইনিস, শোয়েব মালিকের মতো ক্রিকেটাররা আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, বিরাট কোহলির চাপেই আম্পায়ার নো ডাকতে বাধ্য হয়েছেন। রামিজ়ও কি সেই একই কথা বলতে চাইলেন? নইলে কেন ক্রিকেটকে পক্ষপাতদুষ্ট বললেন তিনি?
প্রাক্তনরা যাই বলুন না কেন, বিতর্ক বাড়াতে চাইছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম। তাঁর মতে, কোহলি ও হার্দিকের ব্যাটেই ম্যাচ হারতে হয়েছে তাঁদের। এই ধরনের কঠিন খেলায় হার-জিত হতেই পারে। হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে চান তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy