রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ধুন্ধুমার লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এমনটা ভেবে অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টিকিট কিনে রেখেছিলেন। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের হাতে দুরমুশ হওয়ার পর হতাশ হয়ে সেই টিকিটই অনেক কম দামে বিক্রি করে দিচ্ছেন তাঁরা।
ভারত বনাম পাকিস্তানের খেলা হলে এমসিজি পুরোপুরি ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে সেই সম্ভাবনা দেখতে পারছেন না কেউই। ভারতীয়রা যে টিকিট কিনেছেন, তা বিক্রি করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। জানা গিয়েছে, ১০ অস্ট্রেলীয় ডলার বা মাত্র ৫০০ ভারতীয় টাকাতেও টিকিট বিক্রি করে দিতে চাইছেন ভারতীয় সমর্থকরা। সঙ্গে দেওয়া হচ্ছে বিনামূল্যে বিয়ার দেওয়ার প্রতিশ্রুতিও। এমনকি, ক্রেতা চাইলে তাঁর বাড়ির দোরগোড়ায় গিয়ে টিকিট দিয়ে আসার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
MCG Ticket for 10 Dollars
— Majid khan (@im_majidkhan) November 11, 2022
Lol 🤣🤣#PakistanZindabad #PAKvsEng #INDvsENG #RohitSharma𓃵 #BCCI pic.twitter.com/zKR2sQduet
আরও পড়ুন:
বৃহস্পতিবারের ম্যাচের পরেই সমাজমাধ্যমে একটি টিকিট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অ্যাডিলেডের বাইরে চিৎকার করে ডেকে ডেকে ফাইনালের টিকিট বিক্রির চেষ্টা করছেন ভারতীয় সমর্থকরা। অনেকে বিনামূল্যে লাঞ্চ, বিয়ারের প্রতিশ্রুতি দিচ্ছেন। বেসরকারি ভাবেও জানা গিয়েছে, ভারত বিদায় নেওয়ার পর রাতারাতি টিকিটের দাম অনেকটাই কমে গিয়েছে। এমসিজি-তে অনেক টিকিট কেটেছিলেন ভারতীয়রা। এক হারে তাঁরা আগ্রহ হারিয়েছেন।