ধোনির সেই হেলিকপ্টার শট দেখা গেল মেলবোর্নে। ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন ২০২০-র ১৫ অগস্ট। কিন্তু এখনও সমর্থকদের চোখে ভাসে মহেন্দ্র সিংহ ধোনির সেই পরিচিত ‘হেলিকপ্টার শট’। প্রায় আড়াই বছর পরে সূর্যকুমার যাদবের সৌজন্যে সেই শট আরও এক বার দেখা গেল ভারত বনাম জ়িম্বাবোয়ে ম্যাচে। শেষ ওভারে রিচার্ড এনগারাভার তৃতীয় বলে যে ভাবে লেগ সাইডের উপর দিয়ে ছয় মারলেন, তা দেখে চমকে গিয়েছেন দর্শকরা। অনেকেই একে হেলিকপ্টার শটের সঙ্গে তুলনা করেছেন।
হেলিকপ্টার শটের সাহায্যেই ২০১১ সালে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নুয়ান কুলশেখরার বলে তাঁর সেই শট এখনও লোকের চোখে ভাসে। রবিবার সূর্যের শট ধোনির সেই শটের মতো একই ধরনের না হলেও সূর্যের শট মনে করিয়ে দিল পুরনো দিনের কথা।
It's a pleasure to watch #SuryakumarYadav bat. Currently I don't think there are players of this shot range combined with such confidence, what a player Surya Kumar Yadav #INDvsZIM #T20WorldCup pic.twitter.com/RgTPNG8e4y
— El Halcon (@Dr_FedeValverde) November 6, 2022
২০তম ওভারে বল করছিলেন এনগারাভা। তৃতীয় বলে ওয়াইড ইয়র্কার করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটি ফুলটস হয়ে যায়। সূর্যকুমার ডান দিকে সরে গিয়ে ব্যাট আড়াআড়ি ভাবে চালান। বল তাঁর ব্যাটের মাঝখানে লেগে ফাইন লেগের উপর দিয়ে ছয় হয়ে যায়। ওই শট মারতে গিয়েই ধোনির কায়দাতে ব্যাটটি এক রাউন্ড ঘুরিয়ে নেন সূর্য। তাই দেখেই সমর্থকরা মিল খুঁজে পেয়েছেন ধোনির সঙ্গে। সেই ওভারে আবার একই রকম শট খেলতে গিয়েছিলেন সূর্য। এ বার অবশ্য তাঁর ব্যাটে-বলে ঠিকঠাক হয়নি। তবে সেটিও চার হয়ে যায়।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন সূর্য। চলতি বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় অর্ধশতরান। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর এ বার জ়িম্বাবোয়ের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে বেরোল ঝকঝকে অর্ধশতরান। বিরাট কোহলির মতোই তিনি তিনটি অর্ধশতরান করে ফেললেন। চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর হাজার রানও পেরিয়ে গেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy