দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রত্যাশামতো রান করতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। মিচেল স্টার্কের দাপটে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে যায় প্যাট কামিন্সের দল। ৩৫ রানে ৫ উইকেট নিয়ে হায়দরাবাদকে কোণঠাসা করে দিলেন মিচেল স্টার্ক। তবু হায়দরাবাদ লড়াই করার মতো জায়গায় পৌঁছোল অনিকেত বর্মার সুবাদে। ৪১ বলে ৭৪ রান করলেন তিনি। ১৮.৪ ওভারে ১০ উইকেটে ১৬৩ রান করল হায়দরাবাদ।
অভিষেক শর্মা (১), ট্রেভিস হেড (২২), ঈশান কিশন (২), নীতীশ কুমার রেড্ডি (শূন্য) পর পর আউট হয়ে যান। অভিষেক রান আউট হলেও বাকি তিন জনকেই সাজঘরে ফেরান কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া অস্ট্রেলীয় জোরে বোলার। ৪.১ ওভারে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। সেই অবস্থায় অনিকেতের সঙ্গে দলের ইনিংসের হাল ধরেন হেনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটার করেন ১৯ বলে ৩২। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৭৭ রান। মোহিত শর্মার বলে ক্লাসেন আউট হওয়ার পর আবার চাপ তৈরি হয় হায়দরাবাদ ইনিংসে। পর পর ফিরে যান অভিনব মনোহর (৪) এবং প্যাট কামিন্স (২)।
১২৩ রানে ৭ উইকেট হারানোর পরও অনিকেত ২২ গজের এক দিক আগলে রেখেছিলেন। শেষ পর্যন্ত তাঁকে আউট করেন কুলদীপ যাদব। ৪১ বলের ইনিংসে ৫টি চার এবং ৬টি ছক্কা মারেন অনিকেত। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা উইয়ান মুলডার (৯), হর্ষল পটেলরাও (৫) ব্যাট হাতে তেমন কিছু করতে পারলেন না। তাঁদেরও আউট করলেন স্টার্ক। ১ রান করে অপরাজিত থাকেন মহম্মদ শামি। স্টার্ক ছাড়া ভাল বল করলেন কুলদীপও। ২২ রানে ৩ উইকেট তাঁর। ২৫ রানে ১ উইকেট মোহিতের।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ