পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দিন দুযেক আগেই আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন কর্বিন বশ। পেশোয়ার জ়ালমির হয়ে না খেলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরার সিদ্ধান্ত নেওয়ায় বিতর্কে জড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার। চুক্তি ভঙ্গের অভিযোগে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন পিএসএল কর্তৃপক্ষ। তবু আইপিএলে খেলার সিদ্ধান্তে অনড় বশ। কেন এমন করলেন তিনি? আইপিএল শুরুর তিন আগে মুখ খুলেছেন বশ।
পিএসএল কর্তৃপক্ষ তাঁকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন। তবু নিজের ক্রিকেটজীবনের স্বার্থে সিদ্ধান্ত বদলাতে রাজি নন বশ। মুম্বই ইন্ডিয়ান্স সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে প্রোটিয়া ক্রিকেটার জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। বশ মনে করেছেন, পিএসএলের পরিবর্তে আইপিএলে খেললে তাঁর ক্রিকেট-ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সাফল্য পেলে অনেক বেশি প্রচার পাবেন। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাবেন। তাতে শেখার সুযোগও বেশি। ক্রিকেটার হিসাবে নিজেকে উন্নত করার জন্যই মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তাব লুফে নিয়েছেন।
পিএসএল কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন নন দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার। মুম্বইয়ের হয়ে আইপিএলে নিজের সেরাটা দেওয়াই তাঁর লক্ষ্য। প্রতিযোগিতার মানের নিরিখেও আইপিএলকে অনেক এগিয়ে রাখছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ