Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
south africa t20 league

আইপিএলের ধাঁচে হয়ে গেল দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের নিলাম, কোন দলে কোন ক্রিকেটার

ভারতের কোনও ক্রিকেটার এই লিগে খেলছেন না ঠিকই। তবে বাকি বিশ্বের বেশির ভাগ ক্রিকেটারই এই লিগে অংশ নিচ্ছেন। নিলামে কোন ক্রিকেটার কোন দলে গেলেন। দেওয়া থাকল তালিকা।

দক্ষিণ আফ্রিকায় নিলামে কে কোন দলে।

দক্ষিণ আফ্রিকায় নিলামে কে কোন দলে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:০১
Share: Save:

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে টি-টোয়েন্টি লিগ। সে দেশে একটি ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা থাকলেও আইপিএলের ধাঁচে লিগ এ বারই প্রথম। সেই দেশের সব দল কিনেছেন আইপিএলের মালিকরাই। নামও রাখা হয়েছে আইপিএলের দলগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই। শুধু শহরের নাম বদলে গিয়েছে। ভারতের কোনও ক্রিকেটার এই লিগে খেলছেন না ঠিকই। তবে বাকি বিশ্বের বেশির ভাগ ক্রিকেটারই এই লিগে অংশ নিচ্ছেন। কোন দলে কোন ক্রিকেটার গেলেন, রইল তার তালিকা।

ডারবান সুপার জায়ান্টস: কুইন্টন ডি’কক, প্রেনেলান সুব্রায়েন, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, রিসি টপলি, ডোয়েন প্রিটোরিয়াস, হেনরিখ ক্লাসেন, কিমো পল, কেশব মহারাজ, কাইল অ্যাবট, জুনিয়র ডালা, দিলশান মদুশঙ্কা, জনসন চার্লস, ম্যাথু ব্রিৎজকে, ক্রিশ্চিয়ান জঙ্কার, উইয়ান মুল্ডার, সাইমন হারমার।

জোহানেসবার্গ সুপার কিংস: ফাফ ডুপ্লেসি, জেরাল্ড কোয়েৎজে, মাহিশ থিকশানা, রোমারিয়ো শেফার্ড, হ্যারি ব্রুক, জানেমন মালান, রিজা হেনড্রিকস, কাইল ভেরেন, জর্জ গার্টন, আলজারি জোসেফ, লিউস ডুপ্লয়, লিউইস গ্রেগরি, লিজাড উইলিয়ামস, ডোনোভান ফেরেরা, নান্দ্রে বার্গার, মালুসি সিবোতো, সালেব সেলেকা।

এমআই কেপ টাউন: কাগিসো রাবাডা, ডেওয়াল্ড ব্রেভিস, রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, রাসি ভ্যান ডার ডুসেন, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, বিউরান হেনড্রিকস, ডুয়ান জানসেন, ডেলানো পটগিটার, গ্রান্ট রোয়েলোফসেন, ওয়েসলি মার্শাল, অলি স্টোন, ওয়াকার সালামখেল, জিয়াদ আব্রাহামস, ওডিন স্মিথ।

পার্ল রয়্যালস: ডেভিড মিলার, করবিন বশ, জস বাটলার, ওবেড ম্যাকয়, লুনগি এনগিডি, তাবরেজ শামসি, জেসন রয়, ডেন ভিলাস, বিয়র্ন ফরচুইন, উইহান লুবে, ফেরিস্কো অ্যাডামস, ইমরান মানাক, ইভান জোন্স, রামন সিমন্ডস, মিচেল ভ্যান বুরেন, অইন মর্গ্যান, কোডি ইউসুফ।

প্রিটোরিয়া ক্যাপিটালস: অনরিখ নোখিয়া, মিগায়েল প্রিটোরিয়াস, রিলি রোসো, ফিল সল্ট, ওয়েন পার্নেল, জশ লিটল, শন ভন বর্গ, আদিল রশিদ, ক্যামেরন ডেলপোর্ট, উইল জ্যাকস, থিউনিস ডি’ব্রুইন, মার্কো মারাইস, কুশল মেন্ডিস, ড্যারিন ডুপাভিলন, জিমি নিশাম, ইথান বশ, শেন ড্যাডসওয়েল।

সানরাইজার্স ইস্টার্ন কেপ: এডেন মার্করাম, ওটিনিল বার্টমান, মার্কো জানসেন, ট্রিস্টান স্টাবস, সিসান্ডা মাগালা, জুনেইদ দাউদ, ম্যাসন ক্রেন, জেজে স্মাটস, জর্ডান কক্স, অ্যাডাম রোসিংটন, রোলফ ভ্যান ডার মারউই, মার্কেস অ্যাকারমান, জেমস ফুলার, টম আবেল, আয়া জিকামানে, সারেল এরউই, ব্রাইডন কার্স।

অন্য বিষয়গুলি:

South Africa T20 League Quinton de Kock Kagiso Rabada David Miller
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy