ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিযোগিতায় ১৩ বার সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন হয়েছে এক বার। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া সাফল্য নেই। বড় প্রতিযোগিতার নক আউট পর্বে দক্ষিণ আফ্রিকার চাপের মুখে বার বার ব্যর্থ হয়েছে। তাদের গায়ে সেঁটে গিয়েছে ‘চোকার্স’ তকমা। তা নিয়ে ভাবছেন না মার্কো জানসেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার পর আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। প্রতিযোগিতার মাঝে অতিরিক্ত সফর নিয়েও চিন্তিত নন তিনি।
দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ তকমা নিয়ে জানসেন বলেছেন, ‘‘আমাদের সম্পর্কে ধারণা বদলে গিয়েছে, এমন দাবি করব না। কোনও কোনও সময় এই বিষয়টা নিয়ে একটু বেশি কথা হয়। আমরা নিজেদের কাজ করতে চাই। বাকি সব ম্যাচের মতো সেমিফাইনালেও নিজেদের কাজ ঠিকমতো করতে চাই আমরা। ম্যাচটা যে হেতু সেমিফাইনাল, তাই আমাদের চেষ্টা করতে হবে, যতটা বেশি সম্ভব দেওয়ার। অকারণ চাপ নিতে চাই না। কোথায় খেলা হবে তার উপর নির্ভর করবে আমার পরিকল্পনা। পিচ দেখে বলের লেংথ ঠিক করব। দেখতে হবে কোন লেংথে বল রাখলে কার্যকর হবে।’’
সেমিফাইনাল নিয়ে জানসেন আরও বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল হলে আমাদের দুবাইয়ে খেলতে হবে। ওখানে ভারত প্রথম থেকে রয়েছে। দুবাইয়ের পিচ, পরিবেশের সঙ্গে ওরা মানিয়ে নিয়েছে। আমাদেরও দুবাইয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। নতুন কিছু নয়। আমরা স্পিন বল বেশ ভাল খেলি। মনে হয় না স্পিন ভারতকে খুব বেশি কিছু সুবিধা দেবে। যারা ভাল খেলবে, ফল তাদের দিকে যাবে।’’
সেমিফাইনালের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরের উদ্বেগ বাড়িয়েছে এডেন মার্করামের চোট। শনিবারের ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অসুস্থতার জন্য খেলতে পারেননি বাভুমা। তা নিয়ে জানসেন বলেছেন, ‘‘মার্করামের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত নই। মনে হয় ও খুব একটা স্বচ্ছন্দ বোধ করছে না। ঠিকমতো না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে না।’’
রবিবার ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের পর ঠিক হবে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে রোহিত শর্মাদের প্রতিপক্ষ কোন দল। রবিবার ভারত হারলে রোহিতদের প্রতিপক্ষ হবে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ হবে দুবাইয়ে। সেমিফাইনালের আগে ক্রিকেটারেরা যাতে পর্যাপ্ত বিশ্রাম পান, তা নিশ্চিত করতে রবিবারই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দলকে দুবাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। রবিবার ভারত জিতলে দ্বিতীয় সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য বাভুমাদের আবার যেতে হবে লাহোরে। নক আউট পর্বে অতিরিক্ত এই বিমানযাত্রা নিয়ে চিন্তিত নন জানসেন।
আরও পড়ুন:
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর জানসেন এ নিয়ে বলেছেন, ‘‘বাড়তি সফর নিয়ে একদমই ভাবছি না। বহু দিন গল্ফ খেলিনি। দুবাইয়ে গিয়ে একট গল্ফ খেলার ইচ্ছা আছে। ভাগ্য ভাল আমাদের দীর্ঘ বিমানযাত্রা করতে হবে না। দেড় ঘণ্টার যাত্রা। অনেকটা অন্তর্দেশীয় বিমানের মতো। খুব বেশি ধকল হবে না। যে যাই বলুক আমি খুব একটা ভাবছি না। একটু গল্ফ খেলার সুযোগ পাব ভেবে বেশ উত্তেজিত লাগছে।’’
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন জানসেন। জস বাটলারের দলের বিরুদ্ধে ৩৯ রানে ৩ উইকেট নিয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।