ক্রিকেট খেলায় পরিকল্পনা তৈরি করা হোক, বা দলকে এক সুতোয় বেঁধে রাখা, সব ক্ষেত্রেই কোচদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ডিজিটাল মাধ্যমে ক্রিকেটার ও কোচদের পাঠ দিতে নতুন পদক্ষেপ করেছে শ্রাচী স্পোর্টস। ‘মহাগুরু কা মাস্টারক্লাস’ নামের একটি সিরিজ় চালু করতে চলেছে তারা।
শ্রাচী স্পোর্টসের অধীনে থাকা ই-অ্যাথলিড এই নতুন সিরিজ়ের কথা জানিয়েছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যে ভাবে ক্রিকেটার ও কোচদের পাঠ দেওয়া হয় সেই পদ্ধতিতেই এই সিরিজ়ে শেখানো হবে। মোট ২৩টি পর্ব রয়েছে সিরিজ়ে। সেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিটনেস সব কিছুই শেখানো হবে। সেই দায়িত্ব রয়েছে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল, দীনেশ নানাবতী ও গৌতম সোম (জুনিয়র)-এর। বুধবার সেই ডিজিটাল সিরিজ়ের কথা ঘোষণা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এই প্রাক্তন ক্রিকেটারেরা।
২৩টি পর্বের মধ্যে ১০টি পর্বে ব্যাটিং, চারটি পর্বে বোলিং, চারটি পর্বে ফিল্ডিংয়ের পাঠ দেওয়া হবে। ক্রিকেটারেরা কী ভাবে নিজেদের ফিটনেস বৃদ্ধি করবেন, তা শেখানোর জন্য দু’টি পর্ব রয়েছে। ব্যাটিংয়ের পাঠ দেবেন সন্দীপ ও দীনেশ। বোলিং শেখাবেন গৌতম। ফিটনেসের পাঠ দেবেন বিশেষজ্ঞ রাহুল পটবর্ধন।
আরও পড়ুন:
বুধবার অনুষ্ঠানে হাজির ছিলেন সন্দীপ, দীনেশ ও গৌতম। সন্দীপ বলেন, “ভারতে ক্রিকেট এখন শুধুই একটা খেলা নয়। সেখানে কোচদেরও বড় ভূমিকা থাকে। কিন্তু বেশির ভাগ কোচের কাছেই বৈধ শংসাপত্র থাকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রতি বছর কয়েকটা শিবিরের আয়োজন করে। কিন্তু সেখানে প্রতিটা রাজ্যের তিন থেকে পাঁচ জন কোচ অংশ নিতে পারেন। এই মহাগুরু কা মাস্টারক্লাস সেই সমস্যা মেটাতে সাহায্য করবে। ঘরে বসেই ক্রিকেট ও কোচিংয়ের শিক্ষা পাওয়া যাবে।” দীনেশ জানিয়েছেন, ভারতে ছোট ছোট বাচ্চাদের ক্রিকেট শেখানোর জন্য বাবা-মায়েরা অনেক খরচ করেন। কিন্তু সব জায়গায় আধুনিক কোচিং পাওয়া যায় না। যে সব কোচের কাছে তাঁরা শেখেন তাঁদের কাছে বৈধ শংসাপত্র রয়েছে কিনা তা-ও তাঁরা জানেন না। এই সিরিজ় সেই সমস্যা দূর করবে।