বৃহস্পতিবার বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন শুভমন গিল। বিশ্বকাপে এটাই তাঁর প্রথম অর্ধশতরান। সেই উচ্ছ্বাস উদ্যাপন করার ফাঁকে তিনি দর্শকাসনে পেয়ে গেলেন এক বিশেষ সমর্থককে। তিনি আর কেউ নন, সারা তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের মেয়ে, যাঁর সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছে।
এ দিনের ভারতের ইনিংস চলাকালীন ক্যামেরা অনেক বারই ধরেছে ভিআইপি দর্শকাসনে বসে থাকা সারাকে। প্রথম সপ্তম ওভারের মাঝামাঝি সারাকে দেখানো হয় ক্যামেরায়। হাসান মাহমুদের বোলিংয়ে কভার অঞ্চলের মধ্যে একটি দর্শনীয় ড্রাইভে চার মারেন শুভমন। তার পরেই দেখা যায় দর্শকাসনে বসে সারা হাততালি দিচ্ছিলেন।
তবে সচিন-কন্যার উচ্ছ্বাস আরও বেড়ে যায় শুভমন অর্ধশতরান করার পর। একটি খুচরো রান নিয়ে শুভমনের ৫০ হতেই ক্যামেরা ধরে দর্শকাসনে বসে থাকা সারাকে। তিনি অনেক ক্ষণ ধরে হাততালি দেন।
শুভমন অবশ্য খুব বেশি ক্ষণ সারাকে হাততালি দেওয়ার সুযোগ দেননি। অর্ধশতরান করার পরেই তুলে মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। বাউন্ডারির ধারে তাঁর ক্যাচ ধরেন মাহমুদুল্লাহ। তবে এই ইনিংস বিশ্ব র্যাঙ্কিংয়ে শুভমনকে অনেকটা এগিয়ে দেবে তা নিয়ে সন্দেহ নেই।
আরও পড়ুন:
আগে ব্যাট করে ২৫৬-৮ তোলে বাংলাদেশ। জবাবে রোহিত শর্মা অর্ধশতরান হাতছাড়া করলেও শুভমন এবং কোহলি অর্ধশতরান করেছেন।