সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। ছবি: সমাজমাধ্যম।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ় জয় নয়, একাধিক রেকর্ডও গড়ল ভারত। বলা ভাল সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা মিলে একাধিক রেকর্ড গড়লেন। তাঁদের শতরানে ভারত প্রথমে ব্যাট করে ২৮৩ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১৪৮ রানে। কী কী রেকর্ড তৈরি হল ম্যাচে?
এক বছরে সর্বাধিক শতরান
সঞ্জু এই বছরেই টি-টোয়েন্টিতে তিনটি শতরান করে ফেললেন। এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতগুলি শতরান করার রেকর্ড কোনও ব্যাটারের নেই। এর আগে রোহিত শর্মা, কলিন মুনরো, রিলি রুসো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদব একই বছর দু’টি শতরান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু।
এক ইনিংসে জোড়া শতরান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম বার একই দলের দুই ব্যাটার একই ইনিংসে শতরান করলেন। এর আগে আইপিএলে এমনটা দেখা গিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ম্যাচে কখনও এই কীর্তি ঘটেনি। তিলক এবং সঞ্জুর শতরানে শুক্রবার এই রেকর্ড গড়ে ভারত।
একই সিরিজ়ে দু’টি শতরান
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে একই সিরিজ়ে দু’টি শতরান করেন সঞ্জু। সেই তালিকায় দ্বিতীয় নাম তিলক। আগের ম্যাচেই শতরান করেছিলেন তিনি। একই সিরিজ়ে পর পর দু’টি শতরান করার নজির গড়লেন তিলক। সঞ্জু এই সিরিজ়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের প্রথম ম্যাচে শতরান করেছিলেন।
দ্বিতীয় উইকেটে সর্বাধিক রান
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন সঞ্জু এবং তিলক। শুক্রবার তাঁরা ২১০ রান করেন। এর আগে ২০১৪ সালে নামিবিয়ার হয়ে সাইব্রান্ড এঞ্জেলব্রেখট এবং মাইকেল লেভিট ১৯৩ রানের জুটি গড়েছিলেন। এত দিন দ্বিতীয় উইকেটের জুটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই ছিল রেকর্ড। যা ভেঙে দিলেন সঞ্জুরা।
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা
টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এক ইনিংসে এত ছক্কা কখনও মারেনি ভারত। তাদের ২২টি ছক্কা মারার নজির ছিল। শুক্রবার সব মিলিয়ে ২৩টি ছক্কা মারেন ভারতের তিন ব্যাটার। তিলক ১০টি ছক্কা মারেন। সঞ্জু মারেন ন’টি এবং অভিষেক শর্মা মারেন চারটি ছয়।
একসিরিজ়ে সবচেয়ে বেশি ছক্কা
ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি সিরিজ়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল বিরাট কোহলির। তিনি ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক সিরিজ়ে ১৩টি ছক্কা মেরেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ়ে ২০টি ছক্কা মেরেছেন তিলক এবং ১৯টি ছক্কা মেরেছেন সঞ্জু।
ভারতের দ্রুততম ২০০
এর আগেও ভারত অনেক বার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ রানের গণ্ডি পার করেছে। কিন্তু এত কম বলে কখনও তা করতে পারেনি। শুক্রবার ১৪.১ ওভারেই ২০০ রানের গণ্ডি পার করেন সঞ্জুরা। সেই সময় মনে হচ্ছিল ৩০০ রানও তুলে ফেলতে পারে ভারত। যদিও শেষ পর্যন্ত ২৮৩ রানে থামে ভারতের ইনিংস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy