দিনের শুরু এবং শেষের মধ্যে বিরাট তফাত রয়ে গেল। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তুলল ১৬৩ রান তুলল। প্রথম চার ওভারে তারা ৬২ রান তুলেছিল। পরের ১৬ ওভারে মাত্র ১০১ রান তুলতে পারল বেঙ্গালুরু।
ফিল সল্ট ঝড় তুলেছিলেন ওপেন করতে নেমে। মিচেল স্টার্ক এবং অক্ষর পটেলের ওভারে তখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ইংরেজ ওপেনার। ১৭ বলে ৩৭ রান করে ফেলা সল্টের সেই ইনিংস ধাক্কা খেল রান আউটে। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন তিনি। সেটাই বেঙ্গালুরুর ইনিংসে বড় ধাক্কা দিয়ে গেল। এর পর এক এক করে দেবদত্ত পাড়িক্কল (১), বিরাট কোহলি (২২), লিয়াম লিভিংস্টোন (৪), জীতেশ শর্মারা (৩) সাজঘরে ফিরলেন।
আরও পড়ুন:
শেষ দিকে টিম ডেভিড ২০ বলে ৩৭ রানের ইনিংস না খেললে আরও কম রানে থেমে যেত বেঙ্গালুরুর ইনিংস। অধিনায়ক রজত পাটীদার (২৩ বলে ২৫) রান করলেও তাঁর মন্থর ইনিংস দলকে ভরসা দিতে পারেনি।
দিল্লির দুই স্পিনার ভিপরাজ নিগম এবং কুলদীপ যাদব বিপক্ষের উইকেট যেমন তোলেন, তেমনই রান আটকে রাখেন। দু’জনেই দু’টি করে উইকেট নিয়েছেন। কোহলির উইকেটটি তোলেন ভিপরাজ। স্পিনারদের মধ্যে একমাত্র অক্ষর ৪ ওভারে ৫২ রান দিয়ে কোনও উইকেট পাননি। যদিও তিনি পাওয়ার প্লে-র মধ্যে দু’ওভার বল করেন। যে সময় সল্ট বড় শত খেলছিলেন। একটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার এবং মোহিত শর্মা। মিচেল স্টার্ক ৩ ওভারে ৩৫ রান দিলেও উইকেট নিতে পারেননি।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ