দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যাপ ক্যাব সংস্থা উবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা। উবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছে বিরাট কোহলিদের দল।
হায়দরাবাদে নিজেদের বাইক ট্যাক্সি পরিষেবার প্রচার করছে উবর। সেই কাজে আইপিএলকে বেছে নিয়েছে তারা। একটি বিজ্ঞাপন তারা করেছে। সেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচের আগে বেঙ্গালুরুর স্টেডিয়ামে লুকিয়ে ঢুকে পড়েছেন ট্রেভিস হেড। স্টেডিয়ামে যেখানে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ লেখা সেখানে গিয়ে তিনি বেঙ্গালুরুর উপরে ‘রয়্যালি চ্যালেঞ্জড’ কথাটি লিখেছেন।
ঠিক তখনই স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষী হেডকে দেখে ফেলেন। তাঁকে দেখে উবর বাইকে চেপে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান হেড। তাঁকে নিরাপত্তারক্ষীরা ধরতে পারেননি। উবর বাইকের পরিষেবা কত দ্রুত সেটা দেখাতেই এই বিজ্ঞাপন করা হয়েছে।
আরও পড়ুন:
বেঙ্গালুরুর অভিযোগ, এই বিজ্ঞাপন কেবলমাত্র প্রচারের জন্য হয়নি। তার মাধ্যমে বেঙ্গালুরুর মানহানি করার চেষ্টা হয়েছে। ১৩ মে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ রয়েছে। তার আগে এই ধরনের বিজ্ঞাপন করে বেঙ্গালুরুর সমর্থকদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবি করেছে বেঙ্গালুরু।
দিল্লি হাই কোর্টের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়েছে। সেখানে দুই পক্ষের আইনজীবীর কথা শুনেছেন তিনি। সৌরভের মনে হয়েছে, বেঙ্গালুরুর অভিযোগের সারবত্তা রয়েছে। বিজ্ঞাপনে কিছু বদল করা উচিত বলে মনে করেন তিনি। তবে এখনই কোনও রায় ঘোষণা করেননি বিচারপতি। যত দিন না রায় ঘোষণা হচ্ছে তত দিন এই বিজ্ঞাপন বন্ধ রাখার অনুরোধ করেছিল বেঙ্গালুরু। সেই অনুরোধ অবশ্য শোনেননি বিচারপতি।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ