Advertisement
০৫ নভেম্বর ২০২৪
MS Dhoni

অবিকল ধোনির হেলিকপ্টার শট, দুবাইয়ের আইপিএলে চেনা ছক্কা

শুধু হেলিকপ্টার শট নয়। ব্যাটারের ব্যাটিংয়ে বেশ কয়েক বার ক্রিকেটপ্রেমীরা খুঁজে পেয়েছেন ধোনির ছায়া। পাওয়েলের আগ্রাসী ইনিংসের সুবাদে দ্বিতীয় জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস।

ধোনি না খেললেও ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দেখা গেল তাঁর হেলিকপ্টার শট।

ধোনি না খেললেও ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দেখা গেল তাঁর হেলিকপ্টার শট। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৭:১০
Share: Save:

এক ঝলক দেখলে মনে হবে মহেন্দ্র সিংহ ধোনি। ভাল করে দেখলে ভুল ভাঙবে। দুবাইয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অবিকল ধোনির মতো হেলিকপ্টার শট মারলেন রভম্যান পাওয়েল। অবাক চোখে তাকিয়ে দেখলেন কায়রন পোলার্ড।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাওয়েল নেতৃত্ব দিচ্ছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ক্যাপিটালসের দল দুবাই ক্যাপিটালসকে। অন্য দিকে মুম্বই ইন্ডিয়ান্সের দল এমআই এমিরেটসের অধিনায়ক পোলার্ড। প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচেই দেখা গেল পাওয়েলের হেলিকপ্টার শট। ইনিংসের শেষ ওভারে পোলার্ডের দ্বিতীয় বলে একটি ছয় মারেন পাওয়েল। এক ঝলক দেখলে মনে হবে, ধোনি মারলেন তাঁর বিখ্যাত হেলিকপ্টার শট। পাওয়েলের মারা শট দেখে বিস্মিত হন পোলার্ডও।

রবিবারের ম্যাচে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন পাওয়েল। ৪১ বলে ৯৭ রানের ইনিংসটি সাজান চারটি চার এবং ১০টি ছক্কা দিয়ে। এই তথ্য থেকেই বোঝা যায় কতটা আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। যদিও সব কিছু ছাপিয়ে চর্চা হচ্ছে তাঁর হেলিকপ্টার শট নিয়ে। ধোনিকে প্রায়শই তাঁর বিখ্যাত হেলিকপ্টার শট মারতে দেখা যেত। পাওয়েলের মারা শট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ধোনির সঙ্গে তাঁর তুলনা করতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। শুধু হেলিকপ্টার শট নয়। পাওয়েলের ব্যাটিংয়ে বেশ কয়েক বার ক্রিকেটপ্রেমীরা খুঁজে পেয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়কের ব্যাট করার ধরন।

পাওয়েলের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ২২২ রান তোলে দুবাই ক্যাপিটালস। ম্যাচে জয়ও পায় তারা। রবিবার প্রতিযোগিতার দ্বিতীয় জয় পেলেন পাওয়েলরা। অন্য দিকে টানা তিনটি ম্যাচ জেতার পর হারল পোলার্ডের এমআই এমিরেটস।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE