আইপিএলে একের পর এক ক্রিকেটার ঘরের মাঠের পিচ নিয়ে মুখ খুলছেন। পিচ-বিতর্ক কমার লক্ষণ নেই। এ বার ঘরের মাঠের পিচ নিয়ে মুখ খুললেন ভুবনেশ্বর কুমার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার চিন্নাস্বামীর পিচ বুঝতে পারছেন না।
শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে বেঙ্গালুরু। তার আগে ভুবনেশ্বর জানিয়েছেন, এ বার চিন্নাস্বামীর উইকেট অন্য বারের থেকে আলাদা। তিনি বলেন, “আমরা দেখেছি চিন্নাস্বামীতে ব্যাটারেরা সুবিধা পায়। অনেক রান ওঠে। কিন্তু এ বারের পিচ অন্য বারের থেকে আলাদা। আমি জানি না কেন। এ বারের পিচ আমরা বুঝতে পারছি না। তাই প্রথমে ব্যাট করি বা বল, কয়েক ওভার দেখার পর বুঝতে পারি কী করব। তখন সেই অনুযায়ী পরিকল্পনা করি।”
এ বারের আইপিএলে ছ’টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। চারটি জিতেছে তারা। চারটিই অ্যাওয়ে ম্যাচে। যে দু’টি ম্যাচ তারা ঘরের মাঠে খেলেছে, সেই দু’টিই হেরেছে। একটি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। অপরটি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দু’টি ম্যাচেই প্রথমে ব্যাট করেছে বেঙ্গালুরু। ১৭০ রানও করতে পারেনি তারা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ ও দিল্লির বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছেন বিরাট কোহলিরা। সেই কারণেই হয়তো পিচকে কাঠগড়ায় তুলেছেন ভুবনেশ্বর।
আরও পড়ুন:
বেঙ্গালুরুর মেন্টর দীনেশ কার্তিকও এর আগে পিচ নিয়ে অভিযোগ করেছেন। দিল্লির কাছে হারের পর কার্তিক বলেন, “প্রথম দুটো ম্যাচে আমরা ভাল পিচ চেয়েছিলাম। কিন্তু এমন উইকেট দেওয়া হল, যেখানে ব্যাট করা কঠিন। ব্যাটারেরা সুবিধা পাচ্ছে না। দুটো ম্যাচের রান দেখলেই সেটা বোঝা যাচ্ছে। টি-টোয়েন্টিতে ব্যাটিং ভাল না হলে জেতা মুশকিল। ঘরের মাঠে দুটো ম্যাচেই একই ঘটনা ঘটেছে। আমরা পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলব। ওঁর উপর আমাদের বিশ্বাস আছে।” তার পরেও অভিযোগ চলছে।
এ বারের আইপিএলে পিচ নিয়ে প্রথম অভিযোগ করেছিলেন অজিঙ্ক রাহানে। ইডেন গার্ডেন্সে বেঙ্গালুরুর কাছে হারের পর কেকেআরের অধিনায়ক জানিয়েছিলেন, তাঁরা স্পিন সহায়ক পিচ চান। সেই আর্জি উড়িয়ে দিয়েছিলেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়। সেই ঘটনায় বিতর্ক হয়েছিল। পরে লখউয়ের মেন্টর জাহির খান ও চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংও ঘরের মাঠে পিচ নিয়ে অভিযোগ করেছিলেন। বেঙ্গালুরুও সেই তালিকায় যোগ হয়েছে।
এই বিতর্কের মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, প্রতিটি দলের উচিত আইপিএল শুরু হওয়ার আগে পিচ প্রস্তুতকারকের সঙ্গে আলোচনা সেরে নেওয়া। প্রতিযোগিতা শুরু হওয়ার পর অভিযোগ করা উচিত নয়। কিন্তু অভিযোগ কমছে না। প্রতি দিন তা আরও বেড়ে চলেছে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ