জন্মদিনে বিরাট কোহলির কাছে দামি দামি উপহার চেয়ে বসলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ক্রিকেটার। বৃহস্পতিবার ২০তম জন্মদিন ছিল বেঙ্গালুরুর ব্যাটার স্বস্তিক চিকারার। তাঁর জন্মদিন উদ্যাপনের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ।
দিন কয়েক আগে কোহলির অনুমতি না নিয়ে তাঁর ব্যাগ খুলেছিলেন চিকারা। লুকিয়ে ব্যবহার করেন কোহলির সুগন্ধিও। তাতেও আশ মেটেনি তরুণ ক্রিকেটারের। জন্মদিনের উপহার হিসাবে কোহলির সংগ্রহে থাকা ঘড়ি চান তিনি। তাও আবার একটা নয়। দু’তিনটি ঘড়ি চাই তাঁর!
চিকারার জন্মদিনের অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। তাতে দেখা যাচ্ছে, কেক কাটার পর কোহলিকে খাওয়াতে যান চিকারা। কিন্তু কেক খেতে রাজি ছিলেন না কোহলি। চিকারাও নছোড়। শেষ পর্যন্ত তরুণ সতীর্থের হাত থেকে অল্প কেক খান কোহলি। পরে চিকারাকেও কেক খাওয়াতে যান কোহলি। তখন মুখে কোহলির একটি আঙুল চেপে ধরেন তিনি। কোহলিকে বলতে শোনা যায়, ‘‘এ বার অন্তত আমার আঙুলটা ছাড়।’’ তার পর ক্যামেরার দিকে তাকিয়ে চিকারা বলেন, ‘‘কোহলি ভাই যাতে আমায় দু’তিনটে ঘড়ি উপহার দেন, তার একটা ব্যবস্থা করে দাও।’’ আরসিবি শিবিরে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছেন চিকারা। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, ব্যাটিং কোচ দীনেশ কার্তিকদেরও কেক খাওয়ান তিনি। তাঁর মুখে ক্রিম মাখিয়ে দেন সতীর্থেরা।
আরও পড়ুন:
ইউপি টি-টোয়েন্টি লিগে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলে নজর কাড়েন গাজ়িয়াবাদের তরুণ ক্রিকেটার। ২৭ বলে করেছিলেন ৮৫ রান। উত্তরপ্রদেশের হয়ে ৫০ ওভারের অভিষেক ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১০১ বলে ১১৭ রান করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে তাঁকে এ বার দলে নিয়েছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ