এশিয়া কাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও কি চোটের ধাক্কা পাকিস্তান দলে! পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের দাবি, হাঁটুর চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না বাবর আজমদের দলের নির্ভরযোগ্য ক্রিকেটার ফখর জমান।
নিজের ইউটিউব চ্যানেলে এ কথা জানিয়েছেন লতিফ। তিনি বলেন, ‘‘ফখর পাকিস্তানের বিশ্বকাপের দলে নেই। ওর হাঁটুতে চোট লেগেছে। চার থেকে ছ’সপ্তাহ ওকে মাঠের বাইরে থাকতে হবে। আমি শুনেছি, শাহিন আফ্রিদিরও একই ধরনের চোট লেগেছিল। আশা করছি ফখর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’’
আরও পড়ুন:
Breaking News : Fakhar Zaman won’t be part of wt20 squad cause of knee injury. pic.twitter.com/oO9feYiXy3
— Usama Zafar (@Usama7) September 14, 2022
পাকিস্তানি ব্যাটারের চোট নিয়ে লতিফ মুখ খুললেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কিছু জানায়নি। বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল এখনও ঘোষণা হয়নি। শীঘ্রই দল ঘোষণা হতে পারে। তখনই বোঝা যাবে, লতিফ ঠিক কথা বলেছেন কি না।
এশিয়া কাপে খুব একটা ভাল ছন্দে ছিলেন না ফখর। পাকিস্তানের হয়ে ছ’টি ম্যাচে মাত্র ৯৬ রান করেছেন তিনি। মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি। ফাইনালে শূন্য রানে আউট হয়েছেন ফখর। তিনি ছন্দে না থাকায় পাকিস্তানের মিডল অর্ডার সমস্যায় পড়েছে। এখন দেখার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি থাকেন কি না।