বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় ৩-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। প্রয়োজনীয় পরীক্ষা সেরে নিয়েছেন কোচ গৌতম গম্ভীর। অন্য দিকে বাংলাদেশ শেষ এক দিনের ম্যাচ খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে বড় ঝুঁকি নিতে চায় না কোনও দল। প্রথম ম্যাচ জিতলে বাকি প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস পাওয়া যায়। ভারতীয় শিবিরও প্রথম ম্যাচে পরীক্ষার পথে হাঁটতে চাইবে না। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।
ইনিংস শুরু করবেন রোহিত এবং শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দু’জনেই রান পেয়েছেন। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটেও এই ওপেনিং জুটি সফল এবং পরীক্ষিত। তিন নম্বরে বিরাট কোহলি নিশ্চিত। তাঁর কোনও বিকল্প নেই ভারতীয় দলে। তাঁর পর আসবেন শ্রেয়স আয়ার। এক দিনের ক্রিকেটে ভারতের ব্যাটিং লাইন আপে শ্রেয়সের জায়গাও এক রকম পাকা। ফর্মেও রয়েছেন তিনি। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে আসবেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচে তাঁকে ছ’নম্বরে ব্যাট করতে পাঠান গম্ভীর। তৃতীয় ম্যাচে অবশ্য পাঁচ নম্বরেই নেমেছিলেন রাহুল। প্রথম পাঁচটি জায়গায় বিশেষজ্ঞ ব্যাটারদের খেলা নিয়ে সংশয় নেই।
ভারতের ব্যাটিং অর্ডারের ছয় থেকে আট নম্বর পর্যন্ত থাকবেন তিন অলরাউন্ডার। ছ’নম্বরে দেখা যেতে পারে অক্ষর পটেলকে। ব্যাট হাতে বেশ ভাল ফর্মে রয়েছেন তিনি। সাত নম্বরে থাকবেন হার্দিক পাণ্ড্য। আট নম্বরে নামবেন রবীন্দ্র জাডেজা হার্দিক এবং জাডেজাকে ফিনিশারের ভূমিকা পালন করতে হবে। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। ব্যাটিং অর্ডারের নয় থেকে ১১ নম্বরে নামবেন হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং মহম্মদ শামি। বরুণ চক্রবর্তীকে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হলেও অভিজ্ঞতার জন্য কুলদীপই এগিয়ে।
ভারতের মতো বাংলাদেশেরও লক্ষ্য থাকবে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা। বাংলাদেশের কোচ ফিল সিমন্সও পরীক্ষার পথে হাঁটতে চাইবেন না ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। বাংলাদেশের ইনিংস শুরু করতে পারেন সৌম্য সরকার এবং তানজ়িদ হাসান। দু’জনেই ফর্মে রয়েছেন। তিন নম্বরে নামবেন অধিনায়ক শান্ত। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ়। পাঁচ নম্বরে দেখা যেতে পারে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। তাঁর লড়াই তৌহিদ হৃদয়ের সঙ্গে। হৃদয় প্রয়োজনে বল করতে পারেন। তবে মুশফিকুরের অভিজ্ঞতা প্রাধান্য পেতে পারে বাংলাদেশ শিবিরে। তিনি খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে। উইকেটের পিছনে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ছয় এবং সাত নম্বরে থাকবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ এবং উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি।
আট নম্বরে দেখা যেতে পারে তানজ়িম হাসান শাকিবকে। বলে ভাল গতি আছে তরুণ পেসারের। তাঁর ব্যাটের হাতও বেশ ভাল। ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গায় থাকবেন বিশেষজ্ঞ বোলারেরা। ন’নম্বরে ব্যাট করতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১০ এবং ১১ নম্বরে নামবেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
বাংলাদেশের সম্ভাব্য প্রথম একাদশ: সৌম্য সরকার, তানজ়িদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহদি হাসান মিরাজ়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, জাকের আলি (উইকেটরক্ষক), তানজ়িম হাসান শাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।