রোহিত শর্মা। —ফাইল চিত্র
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে তা নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন রোহিত শর্মা। আগের ছয় ম্যাচে একই দল খেলিয়েছে ভারত। ফাইনালেও কি সেটাই হল? টসের পর সে কথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত। দলে কোনও বদল হল না। অর্থাৎ, আগের ছয় ম্যাচের দলই খেলছে ফাইনালে।
বিশ্বকাপ ফাইনালে টস হারেন রোহিত। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানান, তিনি প্রথমে বল করবেন। কারণ, পরের দিকে মাঠে শিশির পড়ছে। পরে রোহিত জানান, দলে কোনও বদল করা হচ্ছে না। অর্থাৎ, জয়ী দলই ধরে রাখতে চাইছেন তাঁরা। ১১ জনই ফর্মে রয়েছেন। তাই ফাইনালে কোনও বদলের প্রয়োজন নেই বলে জানিয়েছেন রোহিত।
প্রথম চার ম্যাচের পরে বিশ্বকাপে নিজেদের প্রথম একাদশে বদল করেছিল ভারত। বলা ভাল, বদল করতে বাধ্য হয়েছিল। কারণ, বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য। তিনি আর খেলতে পারেননি। তাই দলে নেওয়া হয় সূর্যকুমার যাদবকে। অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে বসিয়ে নেওয়া হয় মহম্মদ শামিকে। তার পর থেকে আর দলে বদল হয়নি। এই দলই খেলেছে গোটা প্রতিযোগিতায়।
বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy