ভারতের মতো পাকিস্তানেও হবে মহিলাদের লিগ। ফাইল ছবি
পরের বছর থেকে ভারতে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। তাদের দেখাদেখি পাকিস্তানও মহিলা ক্রিকেটারদের জন্য ঘরোয়া টি-টোয়েন্টি লিগের আয়োজন করতে চলেছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গেই মহিলাদের লিগ চলবে। শুরু হবে ২০২৩-এর মার্চে।
পাকিস্তান বোর্ডের তরফে জানানো হয়েছে, মোট চারটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। একে অপরের বিরুদ্ধে দু’বার মুখোমুখি হবে দলগুলি। প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার থাকতে পারে। এর মধ্যে ১২ জন পাকিস্তানের এবং ছ’জন বিদেশি হবে। পাকিস্তান সুপার লিগের ফাইনালের আগের দিন মহিলাদের এই লিগের ফাইনাল হবে। ১৯ মার্চ পিএসএলের ফাইনাল হওয়ার কথা। প্রতিটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। প্রতিটি ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে।
পাক বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বলেছেন, “মহিলাদের লিগের ঘোষণা করতে পেরে আমি আপ্লুত। মহিলাদের ক্রিকেটে আরও বেশি করে প্রতিভা তুলে আনতে সাহায্য করবে এই লিগ। পাশাপাশি, যারা রয়েছে তারাও বিদেশিদের সঙ্গে সাজঘর ভাগ করে নিয়ে নিজেদের দক্ষতায় শান দিতে পারবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy